প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রাস্তা দখলে জিটি-রোড কাণ্ড!

চাঁদপুর শহরের জিটি রোড দক্ষিণ এলাকায় রাস্তার ওপর দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এই এলাকার 'ত্রিরত্ন' ভবনের মালিক মিজানুর রহমান নিজের জায়গার ওপরে বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণ করার পর তার আর কোনো জায়গা নেই। কিন্তু বাড়ির সামনে রাস্তার জায়গায় তিনি দোকান নির্মাণ করে প্রায় ২০ বছর ধরে দোকান ভাড়া দিয়ে আসছেন। তিনি প্রভাব বিস্তার করে রাস্তার জায়গার ওপর দোকান নির্মাণ করলেও কেউ ভয়ে কিছু বলতে সাহস পায়নি। এদিকে এই সড়কের সংস্কার কাজ করার সময় তাকে দোকান পেছনে সরিয়ে নেয়ার জন্যে বলা হয়। কিন্তু মিজানুর রহমান পূর্বের জায়গায়ই দোকান বহাল রাখেন।
সরজমিনে গেলে স্থানীয় লোকজন জানান, 'ত্রিরত্ন' ভবনের মালিক বাড়ি নির্মাণ করার সময়ই নিজের পুরো জায়গার ওপর বাড়ি নির্মাণ করেন। তার বাড়ির সামনে যে দোকানগুলো করা হয়েছে, সেগুলো রাস্তার ওপর করা হয়েছে। দোকানগুলো নির্মাণ করার কারণে এ স্থান দিয়ে রাস্তা সরু হয়ে গেছে। রাস্তার ওপর থেকে দোকান উচ্ছেদ করা এখনই জরুরি। এ ব্যাপারে ত্রিরত্ন বাড়ির মালিক মোবাইল ফোনে জানান, আমার জায়গায় আমি দোকান নির্মাণ করেছি। রাস্তার জায়গায় দোকান নির্মাণ করিনি। এ ব্যাপারে সচেতন মহল চাঁদপুরে দায়িত্বরত সেনাবাহিনী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর এসিল্যান্ড ও চাঁদপুর পৌরসভার দৃষ্টি কামনা করেন।
উপরোল্লিখিত বিবরণটি গতকাল সোমবার চাঁদপুর কণ্ঠে প্রকাশিত একটি সংবাদের বিবরণ। সংবাদটির সাথে যে ছবি ছাপা হয়েছে, তাতে জিটি রোড দক্ষিণে 'ত্রিরত্ন' ভবনের মালিক মিজানুর রহমান রাস্তার ওপর কীভাবে দোকান নির্মাণ করেছেন, সেটা স্পষ্ট বোঝা যায়। তার দখল-কাণ্ড বোঝার জন্যে এই ছবিটিই যথেষ্ট বলে আমরা মনে করি। এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতে চাই, সরু রাস্তা প্রশস্ত করার প্রয়োজনে চাঁদপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়সহ আরো কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজেদের জায়গা ছেড়ে দিয়েছেন। জনস্বার্থে তারা যদি এ কাজটি করতে পারেন, তাহলে জিটি রোড দক্ষিণের মিজানুর রহমান সেটি পারলেন না কেন? তিনি কি পৌর কর্তৃপক্ষের চেয়েও বেশি ক্ষমতাবান? রাস্তা দখল করে নির্মিত তার দোকানের অংশ উচ্ছেদে কী কারণে কে শৈথিল্য প্রদর্শন করেছে বা করছে সেটি তদন্ত করে দেখা দরকার বলে আমরা মনে করি।