শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ ও শাহরাস্তি প্রেসক্লাবের ত্রাণ তৎপরতা

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জ ও শাহরাস্তি প্রেসক্লাবের ত্রাণ তৎপরতা

চাঁদপুর জেলার মধ্যে এবার ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলা সবচে' বেশি বন্যাক্রান্ত হয়েছে। এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানরা তো পদ হারিয়েছে, এজন্যে তারা মাঠে নেই। আর ইউপি চেয়ারম্যানরা পদ না হারালেও অধিকাংশজনই পলাতক। সেজন্যে সরকারি যে ত্রাণ সহায়তা সেটা সংগ্রহ করে আশ্রয় কেন্দ্রসহ বন্যা দুর্গতদের মধ্যে পৌঁছে দেয়ার জনবল সঙ্কট অনুভূত হচ্ছে প্রকটভাবে। এমতাবস্থায় রাজনৈতিক-অরাজনৈতিক-সামাজিক সংগঠনের উদ্যোগে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ আরো অনেকে এগিয়ে এসেছে বন্যার্তদের পাশে। এই ত্রাণ তৎপরতার খবর পত্রিকার প্রিন্টিং ও অনলাইন সংস্করণ এবং রেডিও-টেলিভিশনে পরিবেশন করাই স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাজ। ফরিদগঞ্জ ও শাহরাস্তির গণমাধ্যম কর্মীদের আমরা সেটাই করতে দেখছিলাম। কিন্তু নিজ এলাকায় বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ দেখে তারা নিজেরাই ত্রাণ তৎপরতায় সক্রিয় সংশ্লিষ্টতা প্রমাণ করলো। এতে গণমাধ্যমকর্মীরাও যে মানবিকতা ও সমকালীন চাহিদা পূরণে দায়িত্ববোধে সচেতন সেটাই জনসমক্ষে তুলে ধরলো। এ ব্যাপারে চাঁদপুর কণ্ঠে প্রকাশিত একটি সংবাদ শিরোনাম হয়েছে ‘আশ্রয়কেন্দ্রে ফরিদগঞ্জ প্রেসক্লাবের খাবার বিতরণ’। সংবাদটিতে শামীম হাসান লিখেছেন, ফরিদগঞ্জে সপ্তাহ যাবত টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধায় কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। এতে প্রতিটি গ্রামেই পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ। অধিকাংশ বাড়িঘর পানির নিচে। তলিয়ে গেছে রাস্তাঘাট। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে প্রায় সাড়ে পাঁচ শতাধিক পরিবার। এ পরিবার গুলো অর্ধাহারে অনাহারে দুর্বিষহ জীবনযাপন করছে। আশ্রয়কেন্দে থাকা সকল মানুষের মাঝে ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সোমবার (২৬ আগস্ট) রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের নেতৃত্বে প্রেসক্লাবের সকল সাংবাদিকের আর্থিক সহযোগিতায় ও শ্রমে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন দেলোয়ার হোসেন বেলাল, প্রবীর চক্রবর্তী, এসএম ইকবাল, শাকিল মুসফিক, আনিছুর রহমান সুজন, শিমুল হাসান, গাজী মমিন, জাকির হোসেন সৈকত, আক্তার হোসেন, রুহুল আমিন খান স্বপন, আব্দুস সালাম, মামুন হোসাইন, শামীম হাসান, সাখাওয়াত হোসেন মিন্টু ও জসিম উদ্দিন।

শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল সহ অন্য সদস্যবৃন্দ বন্যার প্রথমাবস্থায় ত্রাণ তৎপরতায় উপজেলা ও পৌর প্রশাসনসহ আরো অনেককে সক্রিয় সহযোগিতা করলেও পরিস্থিতির ভয়াবহতা দেখে নিজেরাই ত্রাণ তৎপরতায় অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেমতে 'শাহরাস্তি প্রেসক্লাব, দুর্যোগ ব্যবস্থাপনা সেল' নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে, যাতে সভাপতি লিখেছেন, আচ্ছালামুয়ালাইকুম, আপনারা সবাই অবগত আছেন যে, শাহরাস্তি উপজেলার বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। ইতোমধ্যেই উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। বন্যা কবলিত মানুষের পাশে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে শাহরাস্তি প্রেসক্লাবের সদস্যগণ। বর্তমান পরিস্থিতি বিবেচনায় শাহরাস্তি প্রেসক্লাবের একটি জরুরি সভায় বন্যার্তদের সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই লক্ষ্যে ২৮ আগস্ট বুধবার সকাল থেকেই কাজ শুরু করবে শাহরাস্তি প্রেসক্লাব। আর্থিক ও খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি যে কোনো রাজনৈতিক, সামাজিক, মানবিক সংগঠনের ত্রাণ সামগ্রী দুর্গত এলাকাগুলোতে যথাযথভাবে পৌঁছে দেয়ার লক্ষ্যেও কাজ করা হবে। এক্ষেত্রে একটি টিম সবসময়ের জন্যে প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো দল, ব্যক্তি ও প্রতিষ্ঠান শাহরাস্তি প্রেসক্লাবের এ উদ্যোগে সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতাগুলো একটি পরিবারের জন্যে অনন্য অবদান রাখতে পারে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বন্যার্তদের পাশে দাঁড়াই। তিনি এই ত্রাণ তৎপরতায় বিত্তবান ও চিত্তবানদের অর্থ ও উপকরণ দিয়ে সহযোগিতার সুনির্দিষ্ট নির্দেশনাও দিয়েছেন। এতে আশানুরূপ সাড়া পাওয়া গেছে।

ফরিদগঞ্জ ও শাহরাস্তি প্রেসক্লাব সদস্যদের মানবিকতা, সংবেদনশীলতা, আন্তরিকতা ও দায়িত্ববোধ ইতোমধ্যে সকল মহলের নজর কেড়েছে। গণমাধ্যম কর্মী/সাংবাদিকগণ নিজ এলাকার দুর্যোগ দুর্বিপাকের সংবাদ পরিবেশনের পাশাপাশি যদি কিছু করতে চান, তাহলে সেটা কতোটা সাড়া জাগাতে পারে সেটা ইতোমধ্যে প্রমাণ করেছে এ দুটি প্রেসক্লাব। নেতৃত্বের দৃঢ়তা ও সদস্যদের মধ্যে ঐক্য থাকলে যে বিপন্ন মানুষের জন্যে কিছু করা যায়, সেটা এ দুটি সাংবাদিক সংগঠন দৃষ্টান্ত স্বরূপ সমাজের কাছে তুলে ধরতে ইতোমধ্যে সক্ষম হয়েছে এবং আরো হবে বলে বিশ্বাস রাখি। আমরা এ দুটি সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং তাদের সকল শুভ উদ্যোগের সর্বাত্মক সাফল্য কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়