শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০

বৃহত্তর মতলবে ডাকাত-আতঙ্ক নিরসনে টেকসই ব্যবস্থা চাই

অনলাইন ডেস্ক
বৃহত্তর মতলবে ডাকাত-আতঙ্ক নিরসনে টেকসই ব্যবস্থা চাই

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পুলিশের ক'দিনের কর্মবিরতিতে মতলব উত্তর সহ সমগ্র চাঁদপুর জেলা ও দেশের অধিকাংশ স্থানে রাতের বেলা ডাকাত-আতঙ্ক তৈরি হয়। পুলিশ কাজে যোগদানের পর এই ডাকাত-আতঙ্ক দেশের অধিকাংশ স্থানে ক্রমশ কমে আসলেও মতলব উত্তরে উল্লেখযোগ্য পরিমাণ কমেছে বলে মনে হচ্ছে না। সেজন্যে সেখানে অনেক স্থানে সাধারণ মানুষ এখনো রাতভর পাহারা কার্যক্রম চালাচ্ছে, নির্ঘুম রাত কাটাচ্ছে। এতে ফলও পাচ্ছে। ইতোমধ্যে দেশীয় অস্ত্র সহ ডাকাত ধরতে পেরেছে কিংবা ডাকাত সন্দেহে অনেককে পাকড়াও করে থানা-পুলিশে সোপর্দ করেছে। গতকাল চাঁদপুর কণ্ঠ সহ অন্য কিছু গণমাধ্যমে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

'মতলব উত্তরে ডাকাত সন্দেহে ৯ জন আটক' শিরোনামের সংবাদে লিখা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতের ভোরে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে ৯ জনকে ডাকাত সন্দেহে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন। আটককৃতরা হলো--চাঁদপুর সদরের দক্ষিণ আশিকাটির মোঃ ইয়াকুবের ছেলে মোঃ শাখাওয়াত (২২), মতলব দক্ষিণের উত্তর উপাদীর মজিব খানের ছেলে মোঃ ফাহিম (২০), চাঁদপুর সদরের ধনপদ্দি গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে মেহেদী হাসান ইমন (২২), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লাহাপাড়ার আমিন উদ্দিনের ছেলে মোঃ আশিক (২৪), মতলব উত্তরের শিকারীকান্দি গ্রামের কামাল প্রধানের ছেলে মোঃ জামাল প্রধান (২৩), মোস্তফাপুরের বাবুল মুন্সির ছেলে মোঃ সাইফুদ্দিন রনি (২৪), কুমিল্লার দউিদকান্দি উপজেলার বিটেশ্বর গ্রামের সুশীল চন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ চন্দ্র দাস (২৯), মাইথারদিয়ার মৃত ধনু মিয়ার ছেলে মোঃ সোহাগ (২৬) ও চাঁদপুর সদর উপজেলার দাসদী (শেখ বাড়ি) গ্রামের বাবুল মোল্লার ছেলে আল আমিন (২৫)।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলাজুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হয়। মধ্যরাতে দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় ৯ জনকে সন্দেহজনকভাবে মাইক্রোবাসে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের আচরণে সন্দেহ হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক করে সেনা সদস্যদের খবর দিলে থানায় নিয়ে আসে। মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন বলেন, স্থানীয়রা সন্দেহজনক ৯ জনকে আটক করে থানায় সোপর্দ করে।

মতলব উত্তরে ডাকাত-আতঙ্ক ৫ আগস্ট ২০২৪-এর পূর্বে কখনো ছিলো না--এটা হলফ করে বলার লোক কেউ আছে বলে মনে হয় না। কারণ, গত ক'বছর পূর্বে মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সড়কের নির্দিষ্ট কিছু স্থান, বিশেষ করে শ্রীরায়েরচর ব্রীজ থেকে দাউদকান্দি পর্যন্ত সড়কে রাতের বেলা গাছ ফেলে ডাকাতি করা, ইট মেরে কিংবা অন্য কৌশলে গাড়ি থামিয়ে ডাকাতি করা ছিলো নিত্যকার ঘটনা। লাশের গাড়ি ও রোগীবাহী অ্যাম্বুলেন্সও এই ডাকাতদের হাত থেকে রেহাই পেতো না।দাউদকান্দি ও মতলব উত্তর থানা পুলিশের কিছু পদক্ষেপের কারণে এই ডাকাতির পরিমাণ প্রায় আশি শতাংশ কমে আসছিলো, যেটা অনেকটা টেকসই হয়ে গিয়েছিলো। কিন্তু ৫ আগস্ট ২০২৪-এর পর সেটা টেকসই অবস্থায় নেই বলা যায়, যেটা অবশ্যই উদ্বেগজনক। কেননা চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ভোলা জেলার মানুষের রাজধানী ঢাকায় সংক্ষিপ্ত যাতায়াতের ক্ষেত্রে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট হয়ে মতলব দক্ষিণের নারায়ণপুর ও দাউদকান্দির পেন্নাই রুট, আবার বাবুরহাট হয়ে মতলব ব্রীজ-শ্রীরায়েরচর ব্রীজ-দাউদকান্দি রুট গত ক'বছর ধরে বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে উঠেছে। এ রুট দুটি যদি ডাকাত-আতঙ্কে আচ্ছন্ন থাকে, তাহলে সেটা কোনোভাবেই সুখকর ঠেকতে পারে না। আমরা যাত্রীপ্রিয় এই দুটি সড়ক-রুটকে ডাকাতের হানামুক্ত রাখাসহ পুরো মতলব উত্তর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলাকে ডাকাত-আতঙ্ক থেকে টেকসইভাবে রেহাই দেবার জন্যে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণে রাজনৈতিক-অরাজনৈতিক ব্যক্তিসহ সুধী-সজ্জন-মানুষের সহযোগিতা আদায়ের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সক্রিয় হবার জন্যে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়