শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০০:০০

মসজিদ কমিটি প্রসঙ্গে

অনলাইন ডেস্ক
মসজিদ কমিটি প্রসঙ্গে

সংবাদটি খুব বেশি গুরুত্বপূর্ণ এমনটি বলা যাবে না। তবুও সংবাদটির সারমর্ম অনুধাবন করে এই সম্পাদকীয় নিবন্ধে কিছু লিখার প্রয়োজনীয়তা অনুভব করছি। সংবাদটির শিরোনাম হয়েছে 'মুন্সিরহাট বাজার মসজিদ কমিটি ভেঙ্গে দেওয়ার পাঁয়তারা’। সংবাদটিতে এসকে জিয়া লিখেছেন, মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার জামে মসজিদের কমিটি ভেঙ্গে দেওয়ার পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, পাঁচ বছরের জন্যে মসজিদ কমিটি গঠন করা হয়। এক বছর হলো এ কমিটির যাত্রা শুরু হয়েছে। একটি মহল নিজদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন কথা বলে মিথ্যা অপপ্রচার করে আসছে। এমনকি এ কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করে নিজেরা কমিটির দায়িত্ব নেওয়ার জন্যে পাঁয়তারা করছে। গত ৯ ও ১৬ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্যে মুসল্লিদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে কমিটির বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রচার করে। আর একটি মহল বর্তমান কমিটির মেয়াদ শেষ না হতে কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা জন্যে উঠে পড়ে লেগেছে বলে জানা যায়। এ ব্যাপারে মসজিদ কমিটির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান হাজরা বলেন, গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী গঠিত কমিটির বিরুদ্ধে মিথ্যা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে কতিপয় ব্যক্তি মসজিদ কমিটি বাতিল করার জন্যে পাঁয়তারা করছে। কমিটিটি দলমত নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দ্বারা গঠিত নিয়মতান্ত্রিক কমিটি। কমিটির পাঁচ বছর মেয়াদের মধ্যে ১ বছর অতিবাহিত হওয়ার পর বর্তমানে দেশের একটি ক্রান্তিকালে ছাত্র-জনতার বিজয়কে পুঁজি করে হীন স্বার্থান্বেষী মহল মসজিদ কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা প্রকার মিথ্যা অপপ্রচার চালিয়ে মুসল্লিদেরকে বিভ্রান্ত করে কমিটি ভেঙ্গে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। এছাড়াও উক্ত মহলটি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তথা আমাকে আওয়ামী লীগের লোক এবং ছাত্র আন্দোলনের বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। আমি এবং আমার পরিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একনিষ্ঠ সমর্থক এবং সহযোগিতাকারী।আমি কোনো দলীয় ব্যক্তি নই। চক্রান্তকারীদের মিথ্যা অপবাদে প্ররোচিত না হয়ে মুন্সিরহাট বাজার জামে মসজিদের মুসল্লিদেরকে মসজিদের বৃহত্তর স্বার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যে উদাত্ত আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়ে তার দল আওয়ামী লীগ ও দলের নেতা-কর্মীদের কতোটা অসহায় করে রেখে গেছেন, উপরোল্লিখিত সংবাদ বিবরণীটি তার প্রমাণ। বর্তমানে কেউ প্রকাশ্যে আওয়ামী লীগের নেতা-কর্মী দাবি করে কথা বলা তো দূরের কথা, গোপনে সমর্থন করেছে বা করছে সেটা জানতে পারলেও কিংবা আন্দাজ করতে পারলেও তার মসজিদ কমিটিতে টিকে থাকাটা যে দুষ্কর সেটি সংবাদটি পাঠ করে ধারণা করতে কারো অসুবিধা হয় না। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক স্বীয় পদে টিকে থাকাটা সংশয়াচ্ছন্ন ভেবে গণমাধ্যমকর্মীর দ্বারস্থ হয়েছেন, যাতে তাকে আওয়ামী লীগ ভাবার ফুরসত মুসল্লিরা নিতে না পারে। আমরা জানি না, এতে তিনি কতোটুকু উপকৃত হবেন। তবে তার আশঙ্কা গণমাধ্যমে তুলে ধরে তিনি অনেককে সতর্ক করতে পারবেন বলে মনে করছি।

আমাদের মতে, রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিসহ অন্য অনেক কমিটিতে যে যেখানে উপযুক্ত তার সেখানেই অধিষ্ঠান হওয়ার প্রয়োজনীয়তাকেও গুরুত্ব দিতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে এমন অধিষ্ঠানকে গুরুত্ব না দিলে সরকার পরিবর্তনের পর সুযোগসন্ধানীরা যাচিত/অযাচিত সুযোগ নিতে চাইবেই। এতে বড়ো ধরনের কিছু ঘটলে তাতে অবাক হবার কিছুই থাকবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়