শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

ঘটনাটি অনেক মর্মন্তুদ

অনলাইন ডেস্ক
ঘটনাটি অনেক মর্মন্তুদ

হাজীগঞ্জের বাকিলায় বাস চাপায় কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে--শিরোনাম দেখে এটাকে গতানুগতিক সড়ক দুর্ঘটনার সংবাদই মনে হবে। কিন্তু চাঁদপুর কণ্ঠের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুলের সংবাদটি পুরোপুরি পড়লে এবং এ মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবিহ্বল মানুষের প্রতিক্রিয়া দেখে ঘটনাটিকে খুবই মর্মন্তুদ তথা অনেক বেশি হৃদয় বিদারক মনে হয়েছে।

সংবাদটিতে টুটুল লিখেছেন, হাজীগঞ্জের বাকিলায় বাস চাপায় নাঈম হোসেন (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নাঈম হোসেন চাঁদপুর শহরের ব্যাংক কলোনীর মনু গাজীর ছেলে। স্ত্রী সুমিকে তার বাবার বাড়িতে পৌঁছে শহরে ফেরার পথে এ ঘটনা ঘটে। তিনি চাঁদপুর সরকারি কলেজের সোস্যাল সায়েন্সে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিলন জানান, বাকিলা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দক্ষিণ পাশে একটি তুলাবাহী ট্রাক পার্কিং করা ছিলো। ট্রাকের পিছন থেকে নাঈম মোটরসাইকেল নিয়ে ওভারটেকিং করা কালে তার সামনে হঠাৎ করে একটি কুকুর দৌড় দিলে তিনি কড়া ব্রেক কষেন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। তাৎক্ষণিক বিপরীত দিক থেকে আইদি পরিবহনের বাস

(কুমিল্লা ব ১১-০৩১৯) ঘটনাস্থল অতিক্রমকালে নাঈমকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন নাঈম। বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে এসে দেখি একজনের লাশ সড়কের উপর পড়ে আছে। এ সময় স্থানীয়রা আইদি পরিবহনের বাসটি ও নিহতের মোটর সাইকেলটিকে জব্দ করে ।

নিহতের পরিবারের সদস্য সুমন জানান, নাঈম সকালে স্ত্রী সুমিকে নিয়ে হাজীগঞ্জের কাঠালি গ্রামে যান। স্ত্রীকে তার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। লাশের সুরতহাল তৈরি করা হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক শামীমা আক্তার জানান, আমরা লাশ উদ্ধারসহ গাড়িটিকে জব্দ করেছি। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত দেয়া হচ্ছে। অনুমোদন পেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নাঈম ছিলেন সদ্য বিবাহিত। তিনি মোটরসাইকেল যোগে স্ত্রীকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিজে আর বাঁচতে পারেন নি। চালক হিসেবে তার এই পশুপ্রীতি সঙ্গত, তবে নিজের জীবনকে বিপন্ন করে তিনি যা করলেন, তাতে তিনি অকালে মরলেন এবং নবপরিণীতা স্ত্রীকে বিধবা করলেন। এটা সংবেদনশীল মানুষের পক্ষে সহ্য করা অনেক কঠিন। আমরা মনে করি, চালককে সবসময় নিয়ন্ত্রণযোগ্য গতিতে যে কোনো যানবাহন চালানো উচিত। আর সড়ক পারাপাররত পশুর প্রতি সবসময় বেশি প্রীতি দেখানো সঙ্গত নয়। কারণ, মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, তাকে বাঁচানোর প্রয়োজনে চালকের পশুপ্রীতিকে কখনো কখনো গৌণ ভাবতে হয়। এতে পশু প্রাণ হারালেও মানুষ বেঁচে যায়।

আমরা কলেজ শিক্ষার্থী নাঈম হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে নাঈমের পশুপ্রীতি তথা একটা কুকুরকে বাঁচানোর প্রয়াসকে কবুল করে তার বিনিময়ে এবং তার অন্য সকল ভালো কাজের প্রতিদানে তাকে পরকালে বেহেশত দান করার জন্যে আকুল প্রার্থনা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়