শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০০:০০

অ্যাডভোকেট বাবুর মৃত্যুতে শোক ও সমবেদনা

অনলাইন ডেস্ক
অ্যাডভোকেট বাবুর মৃত্যুতে শোক ও সমবেদনা

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রবীণ আইনজীবী, ভিপি-জিপি অ্যাডভোকেট শেখ মোঃ জহিরুল ইসলাম গত ২২ জুলাই ৭৩ বছর বয়সে ইন্তেকাল করেন। তারচে’ ১৮-১৯ বছরের ছোট চাঁদপুর জেলা আইনজীবী সমিতির চলতি ২০২৪ সালের সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চাঁদপুর-এর বিশেষ পিপি অ্যাডভোকেট মোঃ সাইয়েদুল ইসলাম বাবু গত ২৮ জুলাই মাত্র ৫৪ বছর বয়সে ইন্তেকাল করেন। অ্যাডভোকেট শেখ জহির নিজ চেম্বারে কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যুর শিকার হন, আর অ্যাডভোকেট বাবু প্রায় দু মাস রোগভোগের পর দেশের সর্বোচ্চ চিকিৎসালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (সাবেক পিজি হাসপাতাল)-এ লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুর মৃত্যুর কোলে ঢলে পড়েন। একই কর্মক্ষেত্রে একই পেশার এই দুজনের মৃত্যুতে আবারো প্রমাণিত হলো, জন্মক্রম রক্ষা হয় সঠিকভাবে, কিন্তু মৃত্যুক্রমে সেটি হয় না। অ্যাডভোকেট বাবু তাঁর পরিবারের বড়ো ভাই-বোনের আগে মৃত্যুবরণ করেও সেটি প্রমাণ করলেন।

অ্যাডভোকেট বাবু একটি বনেদী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের বলিষ্ঠ সংগঠক, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলামের মেঝো ছেলে। অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পরিণত বয়সে আকস্মিকভাবে মৃত্যুবরণ করে চাঁদপুরের আওয়ামী রাজনীতিতে বিরাট শূন্যতা সৃষ্টি করে গিয়েছিলেন, যেটি পূরণ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অ্যাডভোকেট বাবু পিতার পদাঙ্ক অনুসরণ করে রাজনীতিতে খুব বেশি অগ্রসর হতে না পারলেও তাঁর পিতার দ্বারা অলঙ্কৃত দুটি পদে ৪০/৫০ বছরের ব্যবধানে ঠিকই অধিষ্ঠিত হবার সক্ষমতা প্রদর্শনে সক্ষম হয়েছেন। প্রথমত তিনি চাঁদপুর জেলার শীর্ষস্থানীয় সমাজসেবামূলক সংগঠন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি পদে ২০১৮-২০১৯ রোটারী বর্ষে এবং দ্বিতীয়ত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে ২০২৪ সালে নির্বাচিত হন। এজন্যে ব্যক্তিগতভাবে তিনি বেশ তৃপ্তি অনুভবের কথা প্রকাশ করতেন।

চাঁদপুর শহরের পুরাণ আদালত পাড়ায় পৈত্রিক নিবাসে অ্যাডভোকেট বাবু বসবাস করলেও তাঁর পিতার স্থায়ী নিবাস ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামে, যেখানে তিনি ২৮ জুলাই রাতের আঁধারে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের নিয়ে চাঁদপুর শহরে গঠিত ফরিদগঞ্জ ফাউন্ডেশনের সভাপতির দায়িত্বও পালন করেন। এছাড়া চাঁদপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সেক্রেটারীর দায়িত্ব, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা, ঐতিহাসিক বেগম মসজিদের উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের সদস্য, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশে রোটারীর সবচে’ টেকসই যুব সংগঠন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতির দায়িত্বসহ আরো কিছু সংগঠনের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।

পিতার অকাল মৃত্যুর পর বেহাল অবস্থায় সংসারের হাল ধরতে অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বাবু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তাঁর স্ত্রী নার্গিস সুলতানা চাঁদপুরের বহুল পরিচিত ওয়াইডব্লিউসিএ নার্সারী স্কুলের শিক্ষিকা এবং একজন সুগৃহিণী। তাঁদের দাম্পত্য জীবন আলোকিত করা একমাত্র পুত্র সন্তান এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। দুঃখের বিষয় হলো, পরীক্ষার মধ্যেই পিতা হারাবার শোকে আচ্ছন্ন হলো সে। পিতা/মাতার অকাল মৃত্যু এভাবে কতো পরিবারকে, কতো মানুষকে যে অভিভাবকহীন ও অসহায় করে তোলে তার হিসাব দেয়া কঠিন। মহান সৃষ্টিকর্তা আল্লাহই ভালো জানেন তিনি কেনো এমনটি করেন। আমরা অ্যাডঃ বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়