প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০
২০০৭ সালের এইদিনে ফরিদগঞ্জের গল্লাকে এসিড নিক্ষেপে ৩ ভাই-বোনকে আহত করার প্রধান আসামী গ্রেফতার হয়।
২০০২ সালের এইদিনে চাঁদপুরে দ্রুত বিচার আইনে মামলার প্রথম রায়ে শিক্ষিকার সাথে খারাপ ব্যবহার করায় এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
২০১২ সালের এইদিনে শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের তালুকদার বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে জনতা ৩ ডাকাতকে গণধোলাই দিলে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২০১৫ সালের এইদিনে হাইমচরের পুরাতন কলেজ এলাকার মেঘনা নদীতে স্বপন মন্ডল (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
২০১৬ সালের এইদিনে সারাদেশের ন্যায় চাঁদপুরেও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৭ সালের এইদিনে মাসিক আইনশৃঙ্খলা ও পবিত্র ঈদুল আযহার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
২০১৯ সালের এইদিনে ফরিদগঞ্জের গুপ্টি গ্রামে যৌতুকের দাবিতে সেলিনা বেগম (৩০) কে নির্যাতনের দায়ে স্বামী আজাদ হোসেনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের আদালত।
২০২০ সালের এইদিনে চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা ও ৭০ পিচ ইয়াবাসহ বিষ্ণুপুরের জাবেদ রাঢ়ী (৪০) ও মতলব দক্ষিণের মোবারকদি থেকে মামুন প্রধানিয়া (৩৯) কে আটক করে।