প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ০০:০০
২০০০ সালের এইদিনে চাঁদপুর পাউবো কার্যালয়ে ঠিকাদার সমিতি কর্তৃক তালা ঝুলিয়ে রাখা হয়।
২০০২ সালের এইদিনে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিক অজিত কুমার মুকুলের স্মরণসভা অনুষ্ঠিত হয়।
২০০৭ সালের এইদিনে চাঁদপুর সেনা ক্যাম্প থেকে যৌথ বাহিনীর একটি দল কচুয়ার শঙ্করপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ৩টি আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড গুলিসহ স্থানীয় সন্ত্রাসী হামিদুর রহমান (২৭)কে গ্রেফতার করে।
২০১৪ সালের এইদিনে মতলব উত্তরের নবীপুরে সড়ক দুর্ঘটনায় সালমান (১৮) নামে এক যুবক নিহত হয়।
২০১৫ সালের এইদিনে ৭ম পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার স্কুল গ্রুপের অভিযাত্রা পর্ব অনুষ্ঠিত হয়।
২০১৬ সালের এইদিনে চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধুর পক্ষকালব্যাপী বর্ণাঢ্য জীবনালেখ্য প্রদর্শনী স্কাইপির মাধ্যমে উদ্বোধন করেন ডাঃ দীপু মনি এমপি।
২০১৭ সালের এইদিনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর নামক স্থানে বোগদাদ বাসের সাথে সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে মুকবুল হোসেন (৩২) ও মহরম বেপারী (২০) নিহত হন।
২০১৮ সালের এইদিনে ঢাকায় বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে চাঁদপুর শহরে বিক্ষোভ সমাবেশ করা হয়।
২০১৯ সালের এইদিনে কচুয়ার বড়ইগাঁও গ্রামে খেলা করতে গিয়ে ডোবায় পড়ে রফিকুল ইসলাম (৬) ও সফিকুল ইসলাম (৬) জমজ দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়।