বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ০০:০০

খেলার মাঠের জন্যে মানববন্ধন!
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরে খেলার মাঠ পূর্বের চেয়ে কমে গেছে। চাঁদপুর কোর্ট স্টেশনের পশ্চিম পাশে রেলওয়ের চৌদ্দ কোয়ার্টারের সামনে একটি মাঠ ছিলো খুবই পুরানো। হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, পৌর পার্ক তথা ঈগাহ ময়দান, আক্কাছ আলী রেলওয়ে একাডেমী মাঠ এবং চাঁদপুর স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম মাঠ সৃষ্টির পূর্বে চাঁদপুর শহরের নূতনবাজার এলাকার প্রাণকেন্দ্রে উক্ত চৌদ্দ কোয়ার্টারের সম্মুখস্থ মাঠ ছিলো গুরুত্বপূর্ণ মাঠ। এখানে চাঁদপুর শহরের নূতনবাজার এলাকার ক্রীড়ামোদী শিশু-কিশোর-তরুণ-যুবকরা ক্রীড়াচর্চায় মেতে থাকতো। এ মাঠটি অবৈধ দখলদারিত্ব, মাটি কাটা ও ময়লা-আবর্জনা ফেলার মোক্ষম স্থানে পরিণত হওয়ায় প্রায় ২০ বছর আগেই সঙ্কীর্ণ থেকে সঙ্কীর্ণতর হতে হতে একেবারে অস্তিত্ব হারিয়েছে। চাঁদপুর শহরের মধ্য বয়সী ও বৃদ্ধ ছাড়া অন্য কেউ উক্ত স্থানে যে একটি মাঠ ছিলো সেটি জানান দিতে পারবে না। চাঁদপুর পৌরসভার বর্তমান মেয়র জিল্লুর রহমান জুয়েল এ মাঠটিকে সাবেক অবস্থায় ফিরিয়ে আনার অভিপ্রায় ব্যক্ত করলেও রেল কর্তৃপক্ষের সম্ভাব্য বাধার কথা চিন্তা করে মনে হয় থেমে গেছেন।

চাঁদপুর শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজনে উন্মুক্ত স্থান/মাঠ/পার্কের প্রয়োজনীয়তা থাকলেও সেটি পূরণের উদ্যোগ বাধাগ্রস্ত হয়ে আছে। চাঁদপুর বড় স্টেশন মোলহেডে ‘বঙ্গবন্ধু পার্ক’ নামে একটি পার্ক নির্মাণের অনুমোদন পাওয়া গেলেও সেটি নির্মাণের আভাস পাওয়া যাচ্ছে না। জেলা প্রশাসন, চাঁদপুর পৌরসভা ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বাধা দিয়ে রেল কর্তৃপক্ষ এখানে নিজস্ব উদ্যোগে উক্ত পার্ক নির্মাণ করবে বলে জানিয়েছে। কিন্তু এ ব্যাপারে দৃশ্যমান আলামত সম্পর্কে টের পাওয়া যাচ্ছে না। এমন বাস্তবতায় চাঁদপুর শহরবাসীর পক্ষে কেউ মানববন্ধনের উদ্যোগ নিয়েছে বা নেবে কিংবা বিবৃতি দেবে বলে মনে হচ্ছে না।

চাঁদপুর শহরে এমন যখন অবস্থা, তখন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার প্রত্যন্ত এলাকায় দেখা গেছে খেলার মাঠের জন্যে মানববন্ধন হয়েছে। এ উপজেলার গজরা বাজারে হয়েছে এ ব্যতিক্রম মানববন্ধন। ২৫ মার্চ শুক্রবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, গজরা ইউনিয়ন এলাকাটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত জনবহুল এলাকা। এই এলাকায় ছেলেরা ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলায় জাতীয় পর্যায়ে অবদান রাখছে। এখানে ক্রীড়া চর্চার জন্যে আগে মাঠ ছিলো, কিন্তু সে মাঠে শিল্পকলা একাডেমি নির্মাণ করা হয়েছে। এই একাডেমি নির্মাণের প্রাক্কালে বলা হয়েছিলো, এখানে একটি খেলার মাঠ করে দেয়া হবে। কিন্তু সে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। মানববন্ধন শেষে মাঠ নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আমরা মনে করি, মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সংস্কৃতি ও ক্রীড়া চর্চা অত্যন্ত কার্যকর। ক্রীড়া চর্চার সুযোগ বাদ দিয়ে অর্থাৎ খেলার মাঠে শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করে সংস্কৃতি চর্চায় ব্যাপক গুরুত্বারোপে নূতন সমস্যার সৃষ্টি হয়েছে। এ সমস্যা নিরসন অর্থাৎ নূতন খেলার মাঠ নির্মাণ করা পর্যন্ত শিল্পকলা একাডেমি নির্মাণের উদ্যোগ টেকসই তথা পূর্ণাঙ্গ ফলপ্রসূ হবে না। আমরা গজরা বাজারে নূতন খেলার মাঠ নির্মাণের জন্যে মানববন্ধনের উদ্যোগকে যথার্থ বলে মনে করছি এবং উদ্যোক্তাদের দাবি মেনে নেয়ার জন্যে জোর দাবি জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়