প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০১:৩৩
হাইমচর ঈশানবালা মেঘনার চরে আঞ্চলিক বিশ্ব ইজতেমা
চাঁদপুরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত
|আরো খবর
হচ্ছে তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা।তবে শহর এলাকায় বড় পরিসরে জায়গা না পাওয়ায় এ ইজতেমা হচ্ছে হাইমচর উপজেলার ঈশানবালা মেঘনার চরে।
তাবলিগ জামাতের কেন্দ্রীয় সিদ্ধান্তে ২ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে এ বিশ্ব ইজতেমার আয়োজন করা হয় বলে এখানে সমবেত হওয়া মুসল্লীরা জানিয়েছে।
ফজরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
৪ডিসেম্বর শনিবার বাদ যোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে।
নদী পথে লঞ্চ ও ট্রলার যোগে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা পূর্ব প্রস্তুতি অনুযায়ী ইজতেমায় অংশ নিয়েছে। ইজতেমা উপলক্ষে ঈশানবালা চরের মেঘনা নদীর তীরে ১০ একর জমিতে ইজতেমার প্যান্ডেল তৈরি করা হয়েছে। সেখানে মুসল্লিদের গোসল ও ওযুর ব্যবস্থাসহ শতাধিক টয়লেট নির্মাণ করা হয়।
ইজতেমায় আসা মুসল্লী বলেন, আল্লাহ কবুল করেছেন তাই এসেছি। ইজতেমা না হওয়ার জন্য অনেক বাঁধা এসেছে। এত কিছুর মধ্যে আল্লাহ ইজতেমা কবুল করেছেন। আমরা সব সাথীরা খুশি এখানে এসে।হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ইজতেমা কমিটি অনুমতি না নিয়েই সেখানে ইজতেমায় বসেছে। আমরা তাদের কার্যক্রম সম্পর্কে অবগত নই।