প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর প্রতিদিনের এক যুগ পদার্পণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
সংবাদপত্রকে বস্তুনিষ্ঠ হতে হবে
চাঁদপুর প্রতিদিনের এক যুগ পদার্পণ উপলক্ষে ৩০ নভেম্বর মঙ্গলবার পত্রিকার লেখক সুহৃদ সম্মাননা, কোভিড-১৯-এ বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির কাছ থেকে সম্মাননাপ্রাপ্তরা সম্মাননা স্মারক গ্রহণ করেন।
চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এবং প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতার জন্মশতবার্ষিকীসহ নানা কারণে আমরা একটি মাহেন্দ্রক্ষণ পার করছি। এই সময়ে চাঁদপুর প্রতিদিনের এক যুগ পদার্পণ উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানাই।
পত্রিকা সম্পর্কে মন্ত্রী বলেন, সংবাদপত্রকে বস্তুনিষ্ঠ হতে হবে। সঠিক সময়ে সঠিক তথ্য দিবে। নিরপেক্ষতা বজায় থাকবে-সবই চাই। আবার একই সঙ্গে পত্রিকার লেখার ভালো মানও চাই। শুদ্ধ বানান এবং বাক্য গঠন সঠিক হোক। কারণ, আমাদের জেনারেশন পড়াশোনার অনেকখানিই শিখেছি পত্রিকা পড়ে। ভাষার অনেক কিছু রপ্ত করেছি পত্রিকা পড়ে। তিনি আরো বলেন, চাঁদপুরে অনেকগুলো পত্রিকা। তবে সব পত্রিকা এক মানের নয়। কোনো কোনো পত্রিকা আছে যার চেহারা দেখার মতো না। বানান, বাক্য গঠনেও ভুল থাকে। এমন যেন না হয়।
তিনি বলেন, সারাবিশ্ব একটি দুর্যোগময় সময় পার করছে। এখন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্ক ছড়াচ্ছে। কারণ, এটি একটি বিধ্বংসি ভাইরাস। এ ভাইরাস মানুষকে শারীরিকভাবে ক্ষতি করার এমনকি মেরে ফেলার ক্ষমতাও রয়েছে। অতএব আমাদের খুব সাবধান হতে হবে।
তিনি বলেন, এখন অধিকাংশের মুখেই মাস্ক দেখা যায় না। অনেকেই ঠিকমতো মাস্ক পরছেন না। তাই আমাদের সবার স্বাস্থ্যবিধির মধ্যে থাকতে হবে। আমি আপনাদের কাছে আবেদন করি, ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত আমাদের এইচএসসি পরীক্ষা। এই পরীক্ষা আমাদের শিক্ষার্থীদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা হলো প্রথম গুরুত্বপূর্ণ এবং এইচএসসি পরীক্ষা হলো তার পরের বিরাট গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার পরই তারা জীবনে উচ্চ শিক্ষায় কোথায় যাবে সেগুলো সব ঠিক করে। কাজেই এই পরীক্ষাটি সবার জন্য একটি বড় মাইলফলক। সেই পরীক্ষাটি যেন এই সংক্রমণের জন্য কোনভাবে বাধাগ্রস্ত না হয় সবাই শিক্ষার্থীদের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলবো। যেন আমাদের সংক্রমণ না বাড়ে। যেন এমন অবস্থা না হয় যে পরীক্ষা বন্ধ করে দিতে হয়।
তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষাই অগ্রাধিকার পাবে। সঙ্গে জীবন-জীবিকা, পড়ালেখা সবকিছু চলবে। কিন্তু স্বাস্থ্য সুরক্ষা, জীবন রক্ষা সেটি নিশ্চয়ই এক নম্বর অগ্রাধিকার। তাই আমাদের গাফিলতির কারণে, মাস্ক না পরার কারণে সংক্রমণ যেনো বেড়ে না না যায়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য অসাধ্যকে সাধন করেছেন। আমাদের অবহেলার কারণে সেটি যেনো হারিয়ে যেতে না দেই। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের কথা ভাবেন। হোক সে চরের কিংবা হাওড়ের বা পাহাড়ের।
সন্ধ্যাকালীন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের বিশিষ্টজনরা।
এর আগে বিকেল ৪টায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পত্রিকার বার্তা সম্পাদক রিয়াদ ফেরদৌস ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারজানা ইয়াসমিন কুমকুমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মুহম্মদ ইব্রাহিম রনি। পরে সম্মননা প্রাপ্তদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ সংবাদকর্মীরা। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন পত্রিকার লেখক, সুহৃদ হিসেবে সম্মাননাপ্রাপ্ত ৮ বিশিষ্টজন এবং করোনা সংক্রমণরোধে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৭ জন।
করোনা সংক্রমণরোধে বিশেষ অবদানে সম্মাননা দেয়া হয় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান জুয়েল, সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্যাহ, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজাউদ্দৌলা রুবেল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিনকে।
লেখক সুহৃদ হিসেবে যাঁদের সম্মাননা দেয়া হয় তাঁরা হচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান মাকছুদুর রহমান পাটওয়ারী, বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী মতলবের কৃতী সন্তান জেসমিন সুলতানা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের জনপ্রিয় প্রকল্প ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক চাঁদপুর সদর উপজেলার কৃতী সন্তান ওমর ফারুক দেওয়ান, চাঁদপুরের কৃতী সন্তান দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক সাংবাদিক রাশেদ শাহরিয়ার পলাশ, উদয়ন শিশু বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদা আক্তার, শিল্পচুড়া সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান সেলিম, লেখক ও শিক্ষানুরাগী মোহাম্মদ নাদিম ভূঁইয়া, প্রকৌশলী আলী হায়দার।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নায়েমের সাবেক মহাপরিচালক ড. লোকমান হোসেন, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার প্রমুখ।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।