রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ১৮:৩৮

ছারছীনা শরীফের মাহফিল সোমবার শুরু

মাহফিলের উদ্দেশ্যে চাঁদপুর ঘাট থেকে রিজার্ভ লঞ্চ ছেড়ে যাবে রোববার সন্ধ্যা ৭টায়

স্টাফ রিপোর্টার
ছারছীনা শরীফের মাহফিল সোমবার শুরু

শতাব্দীর ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক প্রাণকেন্দ্র ছারছীনা দরবার শরীফের ১৩১তম ৩দিনব্যাপী ঈসালে সাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ২৯ নভেম্বর সোমবার থেকে শুরু। মাহফিলে যোগদানের উদ্দেশ্যে ২৮ নভেম্বর রোববার সন্ধ্যা ৭টায় চাঁদপুর মাদ্রাসা লঞ্চ ঘাট থেকে এমভি মর্নিংসান ছেড়ে যাবে। ১ ডিসেম্বর বুধবার বাদ জোহর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাদ্দা জিল্লুল আলি)-এর সভাপতিত্বে সোমবার বাদ ফজর জিকিরের তালীমের মাধ্যমে মাহফিলের উদ্বোধন হবে এবং বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হবে। ৩দিনব্যাপী মাহফিলে ইসলামের নানা বিষয় নিয়ে আলোচনা করবেন ছারছীনা দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরাম।

ইতিমধ্যে মাহফিলে যোগদানের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমইয়াতে হিযবুল্লাহর ব্যানারে সংগঠনের নেতৃবৃন্দ ও দ্বীনদার মুসলমানদেরকে ছারছীনা দরবারে উপস্থিত হতে দেখা গেছে।

ছারছীনা মাহফিলে যোগদানের উদ্দেশ্যে ২৮ নভেম্বর রোববার সন্ধ্যা ৭টায় চাঁদপুর মাদ্রাসা লঞ্চঘাট থেকে এমভি মর্নিংসান রিজার্ভ লঞ্চ ছেড়ে যাবে। সকল দ্বীনদার মুসলমান ভাইদেরকে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় বিছানা, আসবাবপত্র সঙ্গে নিয়ে সার্বক্ষণিক মাস্ক প্রদান করে লঞ্চে উঠার অনুরোধ জানিয়েছেন জেলা জমইয়াতে হিযবুল্লাহ সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান।

উল্লেখ্য, প্রতি বছর ছারছীনা শরীফের মাহফিল ১৪, ১৫ ও ১৬ অগ্রহায়ন অনুষ্ঠিত হয়। সে মোতাবেক এ বছর ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ২০২১।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়