মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

বছরের এ একটি দিন সাংবাদিকরা উপভোগ করেন, এদিন তাঁদের মিলনমেলা ঘটে

বছরের এ একটি দিন সাংবাদিকরা উপভোগ করেন, এদিন তাঁদের মিলনমেলা ঘটে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে ও বার্ষিক ক্রীড়ানুষ্ঠান গতকাল শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এদিন চাঁদপুরের সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলা ঘটে। প্রেসক্লাবের বার্ষিক এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। কিন্তু তিনি অনিবার্য কারণে আসতে না পারলেও চাঁদপুরের সাংবাদিকদের তিনি বঞ্চিত করেন নি। মুঠোফোনে তিনি তাঁর বক্তব্য রেখেছেন।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, প্রেসক্লাবের এ অনুষ্ঠানটিতে আমার আসার কথা ছিলো। কিন্তু আমার পারিবারিক অসুস্থতাজনিত কারণে আমার পক্ষে আসা সম্ভব হলো না। তারপরও ফোনে হলেও যুক্ত হতে পেরে আমার কাছে ভালো লাগছে। প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ, তাঁদের পরিবারবর্গ যারা আজকে এখানে এসেছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এটি খুব আনন্দের একটি দিন। আমি জানি, সাংবাদিকরা এ দিনটির জন্যে প্রতি বছরই অপেক্ষায় থাকেন। যে দিনটি সবাই মিলে উপভোগ করেন। এর আগে আপনাদের এ অনুষ্ঠানে আমার থাকার সুযোগ হয়েছিল। আজকে হলো না। নিশ্চয়ই আবার ভবিষ্যতে এ অনুষ্ঠানে উপস্থিত থাকবো ইনশাল্লাহ। আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভ কামনা রইলো। আজকের অনুষ্ঠানটি নিশ্চয়ই অনেক সুন্দর হয়েছে। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাবের সঙ্গে আমি আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারাও সবসময় আমার সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন নিশ্চয়ই। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়