প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ২১:৩১
মতলবে ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও বিনা কারণে ঘোরাফেরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
|আরো খবর
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সোমবার উপজেলার ছেংগারচর বাজার,পাঁচআনী, চৌরাস্তা বাজার, এখলাসপুর বাজার, সঠাকী বাজার, ষাটনল বাজার, কালিপুর বাজার ও লঞ্চঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগিতায়। এ সময় ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন ফয়সাল, মতলব উত্তর থানার এসআই মনির অভিযানে অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, করোনায় আক্রান্ত ও মৃত্যুও হার বাড়ছে। করোনা মহামারী আকার ধারন করতে না পারে তার জন্য সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আমরা সর্বদা মাঠে আছি। কোভিড-১৯ প্রতিরোধে সবাই বিধিনিষেধ মানতে হবে। তা না হলে আমাদের জন্য ভয়াবহ দিন আপেক্ষ করছে।