প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ২৩:৪৫
বাংলাদেশের সাথে সৌদি আরবের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক
২৮ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশের সাথে সৌদি আরবের সরকারি-বেসরকারি অংশীদারীত্ব (পিপিপি) বিষয়ে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
|আরো খবর
রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেষ্টমেন্ট ইনিশিয়েটিভ এর সম্মেলন চলাকালে এর প্লেনারি হলে আজ সকালে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ ও সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) সহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।