শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ১৯:১৬

ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালনে ছাত্র হিযবুল্লাহর না'ত সন্ধ্যা

অনলাইন ডেস্ক
ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালনে ছাত্র হিযবুল্লাহর না'ত সন্ধ্যা

দেশের বৃহত্তর অরাজনৈতিক দ্বীনি সংগঠন ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ। এ সংগঠনের চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ পবিত্র ঈদে মিলাদুন্নবী' সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে না'ত সন্ধ্যার আয়োজন করেছেন। সোমবার (২৫ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে এ না'ত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের জুলফিকার হামদ নাত ও গজল পরিবেশক দলের সদস্যরা সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদে বারী তা'আলা ও না'তে রাসুল (সাঃ) ইসলামী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে 'আকাশে চাঁদ হাসে আগমনে যার-সে তো মোদের নয়ন মনি নবী সরোয়ার, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আসলেন নবী ধরার মাঝে খুশির বার্তা নিয়ে, নবীর শানে মিলাদ পড়ো হয়ে আশেকান-ঈদে মিলাদুন্নবী এই আহ্বান না'তে রাসুল পরিবেশনে মনমুগ্ধকর হয়ে ওঠে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান। মিলাদ কিয়াম শেষে দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতের হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা একেএম মাহবুবুর রহমান, জেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান প্রমুখ।

ফরিদগঞ্জ জমইয়াতে হিযবুল্লার সভাপতি অধ্যক্ষ আ হ ম সাইফুল্লাহর সভাপতিত্বে দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডঃ একেএম মাহবুবুর রহমান, জেলা জমইয়াতে হিযবুল্লার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও মুহাম্মদ নোমান ছালেহীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন ও মশিউর রহমান মিঠু, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান ও বর্তমান সভাপতি কামরুজ্জামান, জেলা আইয়াম্মায়ে হিযবুল্লার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোশারফ হোসাইন, জমইয়াতে হিযবুল্লার চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, যুবলীগ নেতা আকবর হোসেন মনির এস এম সোহেল রানা , সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান সাউথ, ছাত্র হিযবুল্লাহ জেলা আহ্বায়ক মোঃ শাহাদাত হোসাইন সহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়