প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ১৬:৩৬
পাহাড় তলে, নৌকা চলে
রোটাঃ পিপি মুহাম্মদ গোলাম মোস্তফা, সিনিয়র স্পেশালিস্ট (প্রাইমারী উইংস, এনসিটিব)

ছাউনি ঘেরা দীর্ঘ নৌকা পাহাড়ের গা ঘেষে, পাদদেশে, ভেসে ভেসে এগিয়ে যায় ভ্রমন পিপাসুদের নিয়ে। নির্বাক চোখে প্রকৃতির বৈচিত্রতা দেখে মুগ্ধতার চোখে তাকিয়ে থাকে তারা। জলের ধারা, নদীর ফোয়ারা ভ্রমনার্থীদের আনন্দের মাত্রা দ্বিগুন করে দেয়। দৃশ্যপট: বিছানাকান্দি, গোয়াইন ঘাট, সিলেট।