শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০১:০৮

রিয়াদে নিখোঁজ চাঁদপুর মতলব উত্তর প্রবাসী রানা

ফিরে পেতে পরিবারের আকুতি

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়
রিয়াদে নিখোঁজ চাঁদপুর  মতলব উত্তর প্রবাসী রানা

সৌদি আরবের রিয়াদ নিউ সানাইয়া এলাকা থেকে চাঁদপুর মতলব উত্তর প্রবাসী রানা নিখোঁজ হয়েছে বলে তার মামা ছানাউল্লাহ তার মুঠোফোন 0532708716 নাম্বার থেকে চাঁদপুর কন্ঠ প্রতিনিধিকে জানিয়েছেন।

নিখোঁজ রানার পিতা মৃত আবদুল মান্নান, গ্রামের বাড়ি চাঁদপুর মতলব উত্তর উপজেলার চরলক্ষ্মীপুর, সুলতানাবাদ ইউনিয়নের ৯ ওয়ার্ডে।

নিখোঁজ রানা যার পাসপোর্ট নাম্বার -BW0731128

আকামা নাম্বার - 2440488399

তার মামা প্রবাসী ছানাউল্লাহ বলেন গত ২৩ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার দিকে -00966501523791- 009665786221 এই নাম্বার থেকে কল দিয়েছে।

সৌদি ম্যাকানিকাল কোম্পানি (smi-co) বাসার সামনে থেকে নিখোঁজ হয়েছে, অনেক খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে অবশেষে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম বিভাগে একটি লিখিত আবেদন করেন।

তিনি বলেন দুতাবাসে আবেদন করেছি, কোম্পানিতে খবর নিয়েছি আজও নিখোঁজ ভাগিনা রানার সন্ধান পাইনি।

এইদিকে নিখোঁজ রানার অসুস্থ মা সন্তানের জন্য কেঁদে কেঁদে পাগল প্রায় , এবং রানার দুই সন্তান বাবাকে খুঁজে পেতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাস্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম বার এর কাছে আকুল আবেদন জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়