শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৭ জুন ২০২১, ১২:১৩

চাঁদপুর কণ্ঠের লাল চা মিস করি

অনলাইন ডেস্ক
চাঁদপুর কণ্ঠের লাল চা মিস করি

পৃথিবীর সকল জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। যা চির সত্য, কোনো মানুষই জন্ম থেকে কিছু শিখে বা জেনে আসে না, বরং ধীরে ধীরে মানুষ বড় হওয়ার সাথে সব শিখে। এর মধ্যে কেউ ভালো কিছু, কেউ খারাপ কিছু শিখে, কেউ সারাজীবন সুনাম কুড়ায়, কেউ দুর্ণাম কুড়ায়। মানুষের প্রতিটা কাজেরই ভালো, খারাপ, মন্দ কিছু থাকে। আলোচনা-সমালোচনা না হলে কোনো কিছুর প্রসার ঘটে না। তবে মানুষের শিখবার বা জানবার শেষ বলে কিছু নেই...।

সাপ্তাহিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার ক্ষুদ্র পাঠক ছিলাম। ক’বছর পর সাপ্তাহিক চাঁদপুর কণ্ঠ দৈনিক পত্রিকা হিসেবে রূপান্তরিত হলো। এরপর তার প্রসার-প্রচার শুরু হলো। যার ফলে সত্যিই আর পেছনে তাকাতে হয়নি। জেলা শহরের চাঁদপুর কণ্ঠের সাথে আরও কয়েকটি পত্রিকা সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছে এবং সরাসরি দৈনিক পত্রিকা আত্মপ্রকাশ করেছে।

চাঁদপুর জেলার পত্রিকা হিসেবে সংবাদ প্রকাশের শীর্ষে দৈনিক চাঁদপুর কণ্ঠ পাঠকদের প্রিয় ও সেরা। পত্রিকাটির প্রতিষ্ঠাতা বিজ্ঞ আইনজীবী, প্রগতিশীল ব্যক্তিত্ব, বিশিষ্ট সংগঠক, শ্রদ্ধেয় অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার। আর যিনি দীর্ঘ সময় ধরে রাতের ঘুম নষ্ট করে পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং পত্রিকাটিকে একটি বিশাল জায়গায় নিয়ে গেছেন, যাঁর হাত ধরে চাঁদপুরে অনেক সংবাদকর্মী সৃষ্টি হয়েছে, যাঁর মেধা, প্রজ্ঞা ও পরিশ্রমে চাঁদপুরের সাহিত্য, কবিতা, আবৃত্তি, বিতর্ক এবং সংস্কৃতির বিকাশে সংগঠন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি নিরলস কাজ করে চলছেন, তিনি সকলের আস্থা, বিশ^াস ও ভালোবাসা অর্জনকারী শ্রদ্ধেয় কাজী শাহাদাত।

দৈনিক চাঁদপুর কণ্ঠের শুভ জন্মদিন উপলক্ষে পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। চাঁদপুর কণ্ঠ পত্রিকায় সংবাদকর্মী হিসেবে কাজ করতে গিয়ে স্মৃতিময় অনেক ঘটনায় জীবন চলার পথে অনেক অভিজ্ঞতাও অর্জন করেছি। খুব মিস করি চাঁদপুর কণ্ঠ ডেস্ক ও প্রধান সম্পাদকের টেবিলটাকে। বহুদিন প্রতি সপ্তাহে পত্রিকার প্রুফ পড়ে গভীর রাতে বাড়ি ফিরে আসতাম। একটা সময় রাত জাগতে পারতাম না। কিন্তু কথায় আছে, মানুষ অভ্যাসের দাস। সত্যিই তাই! প্রধান সম্পাদকের টেবিলের সামনে বসে রাত ৮টা থেকে শুরু করে প্রুফ পড়ে কখন যে রাত ১টা বেজে যেতো আঁচ করতে পারতাম না! এর মাঝে লাল চা ও মুখরোচক খাবার চলতো। আমি ধন্য লাল চায়ের সাথে শ্রদ্ধেয় প্রধান সম্পাদকের রসিকতার কথা, কখনো গুরুগম্ভীর ভাবের কথা, কখনো যুক্তিতর্ক, কখনো যুক্তির কথা, কখনো ভুল কথা বলে বা প্রুফ পড়তে ভুল হলে শাসনময় কথা শোনা, ¯েœহময়ে ডেকে কথা বলাÑসেই সময়টা দারুণ স্মৃতিময় সময় ছিলো। স্মৃতিটুকু জ্বালাময়, বারে বারে মনে হয়। মাঝে মাঝে তিনি খুব মিষ্টি হাসি দিয়ে বলতেন, বিয়েটিয়ে তো করো নাই, তাই তোমার এতো সেলিম সেলিম ভাব।

উদারতা-উৎসাহ নিয়ে রিপোর্টিং কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু থেমে থাকিনি। পাঠকপ্রিয় দৈনিক চাঁদপুর কণ্ঠ সদা জাগ্রত, সমাজের অসহায় মানুষের পাশে এবং সকল অসঙ্গতির কাজের বিরুদ্ধে নিরলস সংবাদ প্রকাশ করে চলছে। সামাজিক, রাজনীতি, সাংস্কৃতিক, সাহিত্য, ক্রীড়া, বিভিন্ন সংগঠনের কার্যক্রম প্রতিদিন প্রচার হচ্ছে সংবাদমাধ্যমে। চাঁদপুরের মানুষ সর্বদাই সমাজসচেতন এবং গণমাধ্যমপ্রিয়।

একটা সময় খবর সংগ্রহ করে ছবি তুলে ছবি ল্যাবে ওয়াশ করে পত্রিকা অফিসে নিয়ে যেতে হতো। আজ সময় পাল্টে গেছে। এখন অ্যান্ড্রয়েড বা স্মার্ট মোবাইল ফোন থাকলেই যথেষ্ট।

আধুনিকতার ছোঁয়ায় মিডিয়া চলছে দ্রুতগতিতে। বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইমু, হোয়াটসঅ্যাপ, টুইটারসহ ইন্টারনেট ব্যবহার। তবুও কাগজের পত্রিকার জনপ্রিয়তা এতোটুকু কমেনি বরং পাল্লা দিয়ে চলছে কাগজের পত্রিকাগুলো। তেমনি চাঁদপুর শহর থেকে প্রকাশিত ও প্রচারে শীর্ষে দৈনিক চাঁদপুর কণ্ঠ।

আমাদের আশপাশের জেলার চেয়েও স্থানীয় সংবাদপত্র প্রকাশিত হবার ক্ষেত্রে এগিয়ে চাঁদপুর জেলা। যা গর্ব করার মতোই। দৈনিক চাঁদপুর কণ্ঠের জন্মদিন ১৭ জুন। জন্মদিনে দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবারের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

লেখক : সংস্কৃতি ও সংবাদকর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়