রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬

ফজরের পর এমন মৃত্যু বড়ো বেদনাদায়ক

অনলাইন ডেস্ক
ফজরের পর এমন মৃত্যু বড়ো বেদনাদায়ক

ফজরের নামাজ পড়ে মাছ কেনার জন্যে স্থানীয় মাছের বাজারে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। নিহত রোমান ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির জসিম জমাদারের ছেলে। এই ঘটনায় চরকুমিরা গ্রামের আ. রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) ও আ. রাজ্জাকের ছেলে সোহাগ (১৭) নামে আরো দুজন গুরুতর আহত হয়ে চাঁদপুর আড়াইশ’ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ফরিদগঞ্জ পৌর এলাকার চাঁঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকালে ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পরে ভাটিয়ালপুর চৌরাস্তায় মাছ কেনার জন্যে পায়ে হেঁটে রওনা দেন রোমান ও তার সঙ্গীরা। ভাটিয়ালপুর চৌরাস্তা সংলগ্ন শীতল পাটোয়ারী বাড়ির সামনে আসলে পেছন দিক থেকে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর আড়াইশ’ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বাপ্পি ও সোহাগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিক্ষুব্ধ জনতা এ সময় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) আটক করে এবং চালকসহ দুজনকে আটক করে। খবর পেয়ে থানা পুলিশ কাভার্ড ভ্যান জব্দ এবং গাড়ির চালক ও সহযোগী ইমরান (২৬) ও মো. ইকরাম (২৩)কে আটক করেছে। পুলিশ জানায়, আটককৃত ইমরান ও ইকরাম দুই সহোদর। তাদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের আনসার হাওলাদারের ছেলে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক গাড়িটি জব্দ ও চালকসহ দুজন আটক রয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফজরের নামাজের পর মায়ের সাথে মাদ্রাসায় যাওয়ার পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়ায় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে মাহফুজ নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর তিনদিনের মাথায় শুক্রবার একই সময়ে ফরিদগঞ্জের ভাটিয়ালপুর চৌরাস্তায় রোমান নামে এক যুবকের কাভার্ড ভ্যানের চাপায় মৃত্যুর ঘটনায় জনমনে ব্যাপক শোক ও বেদনার সঞ্চার হয়েছে। ফজরের নামাজ পড়ে যুবকটি সঙ্গীদের নিয়ে মাছ কিনতে যাওয়ার পথে হতাহত হওয়াটা বড়োই মর্মান্তিক। কাভার্ড ভ্যান চালকের ঘুমকাতুরে অবস্থায় ড্রাইভিং করার কারণে কিংবা অন্য কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। ভোরে রাস্তা ফাঁকা পেয়ে চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে মহামায়া ও ভাটিয়ালপুরে দুটি প্রাণ অকালে ঝরে গেছে। ফজরের পর তথা ভোরে এমন ঘটনার পুনরাবৃত্তি অন্য কোথাও যে ঘটবে না সেটা হলফ করে কেউ বলতে পারে না। সেজন্যে পথচারীদের সতর্কতা অবলম্বনের বিকল্প আপাতত আমাদের জানা নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়