প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৯
সময় এসেছে আলেম-ওলামাদের একই প্লাটফর্মে দাঁড়ানোর
-------আল্লামা হারুন আল মাদানী

উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিখ্যাত টুমচর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা হারুন আল মাদানী বলেছেন, এখন সময় এসেছে আলেম-ওলামাদের একই প্লাটফর্মে দাঁড়ানোর।আপনারা এতোদিন হকের কথা বলতে পারেননি, ন্যায়ের কথা বলতে পারেননি, সুদ-ঘুষের কথা বলতে পারেননি।আপনারা শুধু চাকুরি করেছেন, আপনাদের চাকুরি হারানোর ভয় ছিলো, এখন আর তা হবে না। আপনারা সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠার ব্যাপারে সবাই এক মঞ্চে জমায়েত হোন। তিনি শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রামগঞ্জ শহরস্থ একটি সামাজিক সংগঠন আল আসর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের দায়িত্ব ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আমেরিকা প্রবাসী আব্দুর রহিমের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস শরীফ উল্লাহ, আল আসর ফাউন্ডেশনের সভাপতি শায়খ ফজলে এলাহী (আজলাল)। আরো বক্তব্য রাখেন ফতেপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামাল হোসেন, কেথুরি বিএফ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মজিবুল হক, মাওলানা মো. আবু সালেহ প্রমুখ।




