বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ২১:০৫

কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির

অনলাইন ডেস্ক
কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির

অমর একুশে গ্রন্থমেলা ২০২৬ উপলক্ষে কারুবাক প্রকাশন ঘোষিত গল্পগ্রন্থ বিভাগের পাণ্ডুলিপি পুরস্কার অর্জন করেছেন লেখক এইচএম জাকিরের গল্পসংকলন 'অলিখিত জবানবন্দি'। প্রকাশের আগেই স্বীকৃতি পাওয়ায় সাহিত্যজগতে বইটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি বইটির নান্দনিক প্রচ্ছদও উন্মোচন করা হয়েছে। প্রচ্ছদে ফুটে উঠেছে মানুষের অন্তর্লোক ও মুখোশের ভেতরকার অদৃশ্য টানাপোড়েন—বিমূর্ত রেখা, রঙের গভীরতা ও মুখোমুখি দুটি ছায়া-আকৃতি মিলেমিশে তৈরি করেছে এক মনস্তাত্ত্বিক শিল্পভাষা।

'অলিখিত জবানবন্দি' মননশীল গল্পসমূহের এমন একটি সংকলন, যেখানে মানবমনের লুকোনো স্তর, সম্পর্কের গোপন ভাষা, নীরবতার ইতিহাস এবং ব্যক্তিজীবনের অপ্রকাশিত স্মৃতি নতুন আঙ্গিকে উঠে এসেছে। প্রতিটি গল্প যেন একেকটি নথি—যা লেখা হয়নি, তবু পাঠকের মনে স্পষ্ট হয়ে ওঠে।

চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে জন্ম নেওয়া এইচএম জাকির বহু বছর ধরে গল্প, নিবন্ধ, সৃজনশীল লেখা ও মানবিক গবেষণায় যুক্ত আছেন। শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, বিজ্ঞান চর্চা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়ন বিষয়ে তাঁর কার্যক্রম সুপরিচিত। সমাজসংলগ্ন অভিজ্ঞতা তাঁর গল্পে গভীরতা ও বাস্তবতার রেশ এনে দিয়েছে।

পুরস্কার নিয়ে প্রতিক্রিয়ায় কারুবাক প্রকাশনের সম্পাদকীয় বোর্ড জানায়, 'অলিখিত জবানবন্দি' গল্প সংকলনটি মানবজীবনের স্তরবিন্যাস, বেদনাবাহী ভাবনা ও আধুনিক বর্ণনাশৈলীর কারণে শ্রেষ্ঠ পাণ্ডুলিপি হিসেবে নির্বাচিত হয়েছে। গল্পকারের ভাষা সচেতনতা ও বিষয়বস্তুর পরিধি বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। পুরস্কারপ্রাপ্ত পাণ্ডুলিপিটি সম্পাদনার চূড়ান্ত ধাপ শেষে শিগগিরই প্রকাশিত হবে। বইমেলায় বা এর আগেই পাঠকের হাতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।--প্রেস বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়