সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২১:৫১

কুমিল্লা আউটবাগে মহানামযজ্ঞ ও বাৎসরিক মহোৎসব ১৯ নভেম্বর থেকে শুরু

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।
কুমিল্লা আউটবাগে মহানামযজ্ঞ ও বাৎসরিক মহোৎসব ১৯ নভেম্বর থেকে শুরু

আসছে ১৯ নভেম্বর ২০২৫ (বুধবার) হতে ২২ নভেম্বর শনিবার পর্যন্ত কুমিল্লা দাউদকান্দি উপজেলাধীন আউটবাগ স্বর্গীয় জ্ঞানেন্দ্র শীলের বাড়িতে আউটবাগ গৌর ভক্তবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হবে বিশ্ব শান্তি ও বিশ্বের সকল প্রাণীর কল্যাণ কামনায় ১৬ প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও ১৫তম বাৎসরিক মহোৎসব।

এ উপলক্ষে ১৯ নভেম্বর বুধবার রাত ৯টায় শ্রীমদ্ভাগবত পাঠ শেষে শুভ অধিবাস ও মঙ্গলঘট প্রতিষ্ঠা এবং ২০ নভেম্বর বৃহস্পতিবার ভোর হতে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন আরম্ভ এবং ২১ নভেম্বর শুক্রবার আহোরাত্র নাম যজ্ঞ ও দুপুর ১২টায় মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পরদিন ২২ নভেম্বর শনিবার সকালে নামকীর্তন সমাপন ও মন্দির পরিক্রমা।

এতে নামসুধা বিতরণ করবেন ভোলা হতে আগত শ্রীবৃন্দাবন সম্প্রদায়, খুলনা কল্পনা সম্প্রদায়, বরিশাল পুজাশ্রী সম্প্রদায়, খুলনা বিবেকানন্দ সম্প্রদায়, সাতক্ষীরা রাম কানাই সম্প্রদায় ও কুমিল্লা মুকুন্দমুরারী সম্প্রদায়।

ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। প্রয়োজনে: 01854-405358

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়