প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৬:০২
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পদ্মা সেতু প্রকল্প এলাকার পাশে দোগাছি ও খানবাড়ি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায়
|আরো খবর
স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে দোগাছি এলাকায় মাওয়া মুখী দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স হঠাৎ সামনে চলে আসা এক পথচারীকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এর আগে রাত সাড়ে সাতটার দিকে উপজেলার খানবাড়ি এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আরও এক পথচারীর মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে গিয়ে দেখি পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন।
মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।”
তিনি আরও জানান, ঘাতক অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে সাময়িক সময়ের জন্য যান চলাচলে ধীরগতি তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
ডিসিকে /এমজেডএইচ






