প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৫:৩৪
পথহারা কিশোরকে পরিবারের কাছে পৌঁছে দিলেন ওসি-অ্যাডভোকেট

শীতের মধ্য রাত। সময় তখন রাত ১২টা। এমন সময় চাঁদপুরের ফরিদগন্জ বাসটার্মিনালে উপস্থিত থাকা ঢাকার গাবতলীর একটি মাদ্রাসা থেকে পালিয়ে আসা ছাত্র বেল্লাল (১২) কে উদ্ধার করে রায়পুর থানায় পৌঁছে দিয়েছেন
|আরো খবর
শীতের রাতের কথা চিন্তা করে ওসি নিজাম ও অ্যাডভোকেট শাকিল ঠিক করেন—ছেলেটিকে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
কথোপকথনের এক পর্যায়ে কিশোর বেল্লাল জানায়, তার বাড়ি সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রাম এর বেঙ্গল সু কারখানার সামনের এলাকায়। রাত ১টা ৪৫ মিনিটে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল কিশোরের বাড়ি শনাক্ত করেন। অপেক্ষার পর সন্তান পেয়ে পরিবারের সদস্যরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন।
পরিবারের স্বস্তির এই মুহূর্ত শিশুটির নিরাপদ প্রত্যাবর্তনের পুরো ঘটনাটিই স্থানীয়দের মাঝে প্রশংসার জন্ম দিয়েছে। এলাকায় এমন মানবিক উদ্যোগকে অ্যাডভোকেট শাকিলের প্রতি ও পুলিশ বাহিনীর প্রতি আস্থা আরও বাড়িয়েছে।
স্থানীয়রা জানান, সৎ ও আদর্শবান অ্যাডভোকেট ও পুলিশ প্রশাসনের মানবিক, দায়িত্বশীল ও পেশাদার অফিসার দের সংখ্যা যদি বাড়ে, তবে সাধারণ মানুষ আরও বেশি নিরাপত্তা ও সহযোগিতা পাবেন। বিশেষ করে রাতের অস্থিরতায় শিশুটিকে ফরিদগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে নিয়ে এসে পরিবারের কাছে পৌঁছে দিয়ে অ্যাডভোকেট শাকিল এবং ওসি নিজাম উদ্দীন যেভাবে সাধারণ মানুষের মন জয় করেছেন—তা পুলিশ বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি কে আরও দৃঢ় করেছে।
ডিসিকে/এমজেডএইচ






