রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০১:৪৫

কমলগঞ্জে ফারুক উদ্দিন আহমেদ স্মরণে শোকসভা

সালেহ আহমদ (স'লিপক)
কমলগঞ্জে ফারুক উদ্দিন আহমেদ স্মরণে শোকসভা

মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়-এর গৌরবোজ্জ্বল ১৩৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক, বাংলাদেশ ব্যাংকার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা সদ্য প্রয়াত ফারুক উদ্দিন আহমেদ-এর বর্ণাঢ্য কর্মজীবনের ওপর এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও গৌরবোজ্জ্বল ১৩৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য তাজউদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে আলোচনা সভায় মরহুম/প্রয়াত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী, অফিস স্টাফ, স্কুলের উন্নয়ন সাথে জড়িত মরহুম সকল ব্যক্তিবর্গের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

গৌরবোজ্জ্বল ১৩৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব রাসেল হাসান বখত-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী যোগেশ্বর চ্যাঠার্জী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ। প্রধান বক্তা ছিলেন উদযাপন কমিটি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত) কাওছার শোকরানা (পান্না)

নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান-এর পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী সীমান্ত সিংহ-এর গীতাপাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রয়াত আহ্বায়ক মরহুম ফারুক উদ্দিন আহমেদ বর্ণাঢ্য কর্ম ও জীবন বৃত্তান্ত নিয়ে লেখা প্রবন্ধ পাঠ করেন উদযাপন কমিটি'র সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকীম তাহমী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব-১ অধ্যাপক সেলিম চৌধুরী, সিনিয়র শিক্ষক বাবু কৃষ্ণ কুমার সিংহ, প্রয়াত আহ্বায়ক মরহুম ফারুক উদ্দিন আহমেদ-এর ভাতৃষ্পুত্র মহসিন আফরোজ চৌধুরী প্রমুখ। এ সময় বর্তমান এবং প্রাক্তন উপস্থিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বক্তারা রি-ইউনিয়ন প্রোগ্রামের উদ্দেশ্য নিয়ে উপস্থিত সদস্যদের মধ্যে গঠনমূলক আলোচনা করেন। পরে কমলগঞ্জ মডেল মসজিদের পেশ ইমাম মুফতি আরশাদ আহমেদ ফারুকী-এর বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়