প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৯:০৮
অভিবাসন নিশ্চিতে সকল পর্যায়ের মানুষকে সচেতন হতে হবে
.......... মোহাম্মদ মোহসীন উদ্দিন

সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (সিসিডিএ) আয়োজনে চাঁদপুরে 'স্ট্রেনদেনিং অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস) প্রকল্প, ফেইজ-২'-এর আওতায় মাইগ্রেন্টস রাইটস্ প্রোটেকশন কমিটি (এমআরপিসি)-এর অর্থবছরভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. মাহবুবুর রহমান, জনশক্তি কর্মসংস্থান অফিস চাঁদপুরের মো. মোহছেন পাটওয়ারী, চাঁদপুর প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক, এমআরপিসির বিভিন্ন শাখার সভাপতি ও সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের অর্থনীতির বড়ো শক্তি রেমিট্যান্স, যা আমাদের প্রবাসীরা পাঠান। কিন্তু তাদের জন্যে নিরাপদ অভিবাসন এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। আজকের সভায় এমআরপিসি সদস্য ও প্রবাস ফেরত ব্যক্তিদের বিভিন্ন সমস্যা শুনে মনে হয়েছে, আমাদের বড়ো সমস্যা হলো— আমরা সচেতন নই। তাই সচেতনতা বৃদ্ধি করতে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। বিশেষ করে যেসব ভাই নিজের অর্থনৈতিক উন্নয়নের জন্যে প্রবাসে যাচ্ছেন, তাদের জন্যে সচেতনতা আরও বেশি জরুরি। কারণ বিদেশে যাওয়ার জন্যে আপনাদের যে বা যারাই ভিসা প্রদান করুক না কেন, আপনাদের দায়িত্ব হলো তা যাচাই-বাছাই করা। আপনি বিদেশ যাচ্ছেন সেখানে কী কাজ করবেন, কতো টাকা বেতন পাবেন, আকামা পেয়েছেন কি না— এসব বিষয় আগে থেকেই জেনে-বুঝে তারপর যাওয়া উচিত।
তিনি বলেন, আমরা জেলা প্রশাসন থেকে ইতোমধ্যেই নানা উদ্যোগ নিয়েছি। প্রাথমিকভাবে পাসপোর্ট অফিস, জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস ও প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে সচেতনতামূলক বিলবোর্ড টানানো হবে, যাতে বিদেশগামী ব্যক্তিরা এখান থেকে কিছুটা হলেও সচেতন হতে পারেন। মোট কথা, নিরাপদ অভিবাসন নিশ্চিতে সকল পর্যায়ের লোকজনকে সচেতন হতে হবে।






