রবিবার, ০২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২২:৩৫

বাংলাদেশ ওয়াকফ এস্টেট মোতাওয়াল্লী ফাউন্ডেশনের মতবিনিময় সভা

প্রবীর চক্রবর্তী।।
বাংলাদেশ ওয়াকফ এস্টেট মোতাওয়াল্লী ফাউন্ডেশনের মতবিনিময় সভা

বাংলাদেশ ওয়াকফ এস্টেট মোতাওয়াল্লী ফাউন্ডেশনের বৃহত্তর কুমিল্লা জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে কুমিল্লা মহানগরীর একটি রেস্তোরাঁর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াকফ এস্টেট মোতাওয়াল্লী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী বেলাল আহম্মদ খান। সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম মঞ্জুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল মাজেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফ, বুড়িচং শংকুচাইল কেন্দ্রীয় জামে মসজিদ ওয়াকফ এস্টেট এর মোতওয়াল্লী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ডা. নজরুল ইসলাম শাহীন, সুয়াগাজী ফয়েজ চৌধুরী ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লী মোস্তফা মোর্শেদ আহমেদ চৌধুরী, আমীর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ এস্টেটের মোতওয়াল্লী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হাজী মোহাম্মদ নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন শাকতলা হাজী ইউসূফ আলী ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লী মো. ওবায়দুল হক ওবায়েদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাঙ্গলকোটের মোতওয়াল্লী আরিফুল আলম নোমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নেউরা উত্তরপাড়া জামে মসজিদ ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লী মো. এনামুল হক টিপু।

মতবিনিময় সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয় ওবায়দুল হক ওবায়েদকে। এ সময় সর্বসম্মতিক্রমে কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক পদে মোস্তফা মোর্শেদ আহমদ চৌধুরী এবং সদস্য সচিব পদে ডা. নজরুল ইসলাম শাহীনকে নির্বাচিত করা হয়।

এছাড়া ভিপি নজরুলকে সভাপতি, এনামুল হক টিপুকে সাধারণ সম্পাদক এবং জাকির হোসেন সাগরকে সাংগঠনিক সম্পাদক করে মহানগর কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়