প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৫
ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীনের পিতা মো. হাসেম ঢালী নিজ গ্রামে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) বুধবার (২২ অক্টোবর ২০২৫) বাংলাদেশ সময় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০৫ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মরহুমের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের নগর গ্রামে।
হাজী মো. আবুল হাসেম ঢালীর মৃত্যুতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজী মো. হাসেম ঢালীর সংবাদে আমি গভীর শোকাহত হয়েছি। তিনি প্রতিবেশীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। পরহেজগার ও সজ্জন ব্যক্তি হিসেবেও মরহুম হাজী মো. হাসেম ঢালী এলাকায় সুপরিচিত। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন এবং শোকাহত পরিবারবর্গকে মৃত্যুর শোক সহ্যের ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে ঢালী নাসিরের বাবার মৃত্যুতে ইতালিতে শোকের ছায়া নেমে এসেছে। রোমসহ পুরো ইতালিতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বাদ জুমা রোমের স্থানীয় টিএমসি মুসলিম সেন্টারে ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি, সিকে ফুড ইতালির স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম মৃধার আয়োজনে ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা ছাড়াও অসংখ্য সাধারণ মুসল্লি দোয়ায় অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী ঢালী নাসির উদ্দীন বলেন, বাবা একদম সাধাসিধে জীবনযাপন করতেন। এলাকার মানুষ খুবই সম্মান করতেন। বাবাও মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করতেন। এভাবেই তিনি নিজ এলাকায় সবার প্রিয় মানুষ ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগিতে মগ্ন ছিলেন। তিনি ইতালি প্রবাসীসহ সকল শ্রেণী- পেশার মানুষের কাছে তার পিতার জন্যে দোয়া কামনা করেন। যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন।







