বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৩

নোয়াখালী বিভাগের দাবিতে রোমে বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের গণসংযোগ

ইতালি প্রতিনিধি
নোয়াখালী বিভাগের দাবিতে রোমে বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের গণসংযোগ

ইতালির রাজধানী রোমে নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রোমের ব্যস্ততম এলাকায় সংগঠনের নেত্রীরা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশ নেন। প্লেকার্ডে লেখা ছিলো 'নোয়াখালী বিভাগ চাই', 'প্রশাসনিক বিকেন্দ্রীকরণ উন্নয়নের পূর্বশর্ত', 'নোয়াখালীর অধিকার প্রতিষ্ঠা হোক' ইত্যাদি স্লোগান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি রিনা খোকন ও সাধারণ সম্পাদক আখি সীমা কাউসারসহ অন্যান্য নারী নেত্রী। তারা জানান, নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও জনবহুল এলাকা। পর্যাপ্ত প্রশাসনিক কাঠামো না থাকার কারণে এখানকার উন্নয়ন বহুদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছে। তাই অবিলম্বে নোয়াখালী বিভাগ গঠনের দাবি জানাচ্ছি। নেত্রীরা আরও বলেন, দেশের উন্নয়নে প্রবাসী নারীদের ভূমিকা আজ প্রশংসিত, তাই প্রবাসে থেকেও তারা এই ন্যায্য দাবি তুলে ধরছেন সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যে।

গণসংযোগ চলাকালে পথচারী প্রবাসী বাংলাদেশিরাও এই উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন। অনেকেই বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে অঞ্চলভিত্তিক উন্নয়ন নিশ্চিত হবে, যা দেশের সার্বিক উন্নয়নের সহায়ক হবে। কর্মসূচিশেষে বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয় যে, অবিলম্বে নোয়াখালী বিভাগ গঠনের প্রক্রিয়া শুরু করে জনদাবির প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

এই শান্তিপূর্ণ কর্মসূচি প্রবাসী নারী নেতৃত্বের সচেতনতা ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থিত প্রবাসীদের মধ্যে আলোচনার সৃষ্টি করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়