বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৪৬

মালদ্বীপে স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে
মালদ্বীপে স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের সেনটারা গ্র্যান্ড রিসোর্টে কর্মরত মো. রাসেল (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকালে ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়। জানা যায়, সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবেই জিমে যান রাসেল। সেখানে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে রিসোর্টের নিজস্ব হাসপাতালে নিয়ে যান। তবে পরীক্ষা শেষে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. রাসেল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জয়ধরখালি গ্রামের ফকির বাড়ির মরহুম মফিজ উদ্দিন ফকিরের ছোট ছেলে। তিনি বিবাহিত ছিলেন, তবে তার কোনো সন্তান নেই। ভাই-বোনদের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মীরা জানান, কর্মস্থলে তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, হাসিখুশি ও সবাইকে আপন করে নেওয়া একজন প্রবাসী বাংলাদেশি। আল্লাহ মো. রাসেলকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন--এই প্রার্থনাই সবাই করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়