বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৩

নিরাপদ অভিবাসনে জনসচেতনতা সৃষ্টি

অনন্যার পথনাটক ‘ফ্রী ভিসার

ফাঁদে’র ১৫০টি প্রদর্শন

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
অনন্যার পথনাটক ‘ফ্রী ভিসার

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’Ñএ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে চাঁদপুরে অনুষ্ঠিত হলো নিরাপদ অভিবাসন ইস্যুতে পথনাটক ‘ফ্রী ভিসার ফাঁদে’-এর ১৫০ টি প্রদর্শন।

স্ট্রেনদেন্ অ্যান্ড ইনফরমেটিভ সিস্টেমস (সিমস) প্রকল্পের ফেইজ-২-এর আওতায় সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)-এর আয়োজনে, অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় এই নাটকটি চাঁদপুরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। নিরাপদ অভিবাসন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে গণনাটকটি এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় ধারাবাহিকভাবে ১৫০ বার মঞ্চায়িত হয়েছে।

নাটকটির মূল উদ্দেশ্য হলো, সম্ভাব্য অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, প্রবাসী পরিবারের আর্থিক সাক্ষরতা ও রেমিট্যান্স ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং অভিবাসী নারী ও কর্মীদের জন্যে আইনি সহায়তা ও অভিযোগ ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করা।

চাঁদপুর জেলার সদর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের উন্মুক্ত মাঠ, গ্রামীণ বাজার, এমনকি বাড়ির উঠোনেও নাটকটি মঞ্চায়ন করা হয়েছে। এতে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্ম পর্যন্ত সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে ও নিরাপদ অভিবাসনের বিষয়ে সচেতন হচ্ছে।

‘ফ্রী ভিসার ফাঁদে’ নাটকটি রচনা করেছেন নাজমুল আহসান ও হারুনুর রশীদ। নির্দেশনা দিয়েছেন কবি ও নাট্যকার জসিম মেহেদী, যিনি নাট্য নির্দেশনায় তার প্রাণবন্ত ও সামাজিক বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গির জন্যে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন।

নাটকের কলাকুশলীদের মধ্যে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো. আলমগীর হোসেন পাটওয়ারী, জসিম মেহেদী, শহীদ পাটোয়ারী ও সাদ্দাম হোসেন। সংগীত পরিবেশন করেন বীরেন সাহা, ঢোলে রশীদ চৌধুরী (ঢুলি ভাই), যন্ত্রসংগীতে খোকন চন্দ্র দাস এবং সাউন্ড পরিচালনায় বাচ্চু পাটওয়ারী ও বেলায়েত হোসেন।

এই নাটকের প্রতিটি দৃশ্য বাস্তব জীবনের গল্পের প্রতিফলন। ‘ফ্রী ভিসা’র নামে প্রতারণার শিকার হওয়া পরিবারগুলোর বেদনা, বিদেশ যাওয়ার স্বপ্নে প্রলুব্ধ তরুণদের অনিশ্চিত পরিণতি, আর সচেতনতার অভাবে হারিয়ে যাওয়া হাসির গল্পগুলো নাটকের সংলাপে উঠে আসে তীব্র বাস্তবতার সঙ্গে।

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত নিয়মিতভাবে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়। প্রতিটি মঞ্চায়ন শেষে দর্শকদের মধ্যে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও পরামর্শ প্রদানও করা হয়। যা এ প্রকল্পের সামাজিক উদ্দেশ্যকে আরও কার্যকর করে তুলছে।

নাট্যনির্দেশক জসিম মেহেদী বলেন, ‘ফ্রী ভিসার ফাঁদে’ শুধু একটা নাটক নয়, এটা এক ধরনের সামাজিক আন্দোলন। আমরা চাই, কেউ যেন আর বিদেশে যাওয়ার আশায় প্রতারণার শিকার না হয়, সবাই যেন ‘জেনে বুঝে বিদেশ’ যায়।

প্রবাসী ভাই-বোনদের নিরাপদ ভবিষ্যৎ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সচেতনতামূলক এ নাটক হয়ে উঠেছে এক অনুপ্রেরণার প্রতীক।

চাঁদপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন জানে, জেনে বুঝে বিদেশ গেলে, অর্থ-সম্মান দুটোই মেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়