সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০১:৩১

পূজামণ্ডপে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে 'ত্রিশূলে'র মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক
পূজামণ্ডপে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে 'ত্রিশূলে'র মোমবাতি প্রজ্জ্বলন
ছবি : প্রতীকী

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টমীর দিনে অর্থাৎ ২০২১ সালের ১৩ অক্টোবর কুমিল্লা শহরের নানুয়া দিঘির পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা নিয়ে ধর্ম অবমাননার অভিযোগে পূজামণ্ডপে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী ও রংপুরের বীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে এবং এ ঘটনার পেছনে ইন্ধনদাতা ও জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় নগরীর নানুয়া দিঘির উত্তর পাড়স্থিত ঘাটলায় মোমবাতি প্রজ্জ্বলন করে তীর্থ দর্শন ও সেবামূলক সংগঠন 'ত্রিশূল'। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী ও আইসিটি সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার কুন্ড, ত্রিশূল-এর সভাপতি আশীষ দাস ও সাধারণ সম্পাদক অনন্য ভৌমিক এবং চন্দ্রিকা গীতা শিক্ষালয়ের পরিচালক তিথী চক্রবর্ত্তীসহ কুমিল্লার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

IMG-20251014-WA0000

ছবি :পূজামণ্ডপে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে 'ত্রিশূলে'র মোমবাতি প্রজ্জ্বলন

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়