সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৪

রাগের মাথায় বলা কথাই সত্যি?

হাসান আলী
রাগের মাথায় বলা কথাই সত্যি?

মানুষ আবেগের প্রাণী। কখনো সে আনন্দে ভাসে, কখনো দুঃখে ডুবে যায়, আর কখনো রাগে অন্ধ হয়ে পড়ে। রাগের মুহূর্তে মানুষ নিজের মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলো অকপটে বলে ফেলে। তাই অনেকে বলে থাকে, “রাগের মাথায় বলা কথাই সত্যি।” এই কথার পেছনে এক গভীর মানসিক বাস্তবতা লুকিয়ে আছে।

মানুষ সাধারণত সব কথা মুখে প্রকাশ করে না। সমাজে টিকে থাকতে হলে অনেক সময় নিজের ক্ষোভ, অভিমান কিংবা সত্য কথা চাপা রাখতে হয়। কিন্তু যখন রাগ জেগে উঠে, তখন সেই সামাজিক মুখোশ সরে যায়। রাগ যেন এক ধরনের আবেগীয় আগুন, যা মনের ভেতরের চাপা সত্যগুলোকে জ্বালিয়ে বাইরে বের করে আনে। তাই রাগের সময় মানুষ যা বলে, তা অনেক সময়ই তার মনের প্রকৃত প্রতিচ্ছবি।

মনোবিজ্ঞানের দৃষ্টিতে, রাগ এক ধরনের 'emotional release' বা আবেগমুক্তি। যখন কারো প্রতি দীর্ঘদিনের অভিমান, অবহেলা বা অন্যায়ের ভার জমে থাকে, তখন এক পর্যায়ে তা রাগ হয়ে ফেটে পড়ে। সেই মুহূর্তে মানুষ নিজের ভেতরের দমিত সত্যগুলো অকপটে বলে ফেলে—যা হয়তো সে শান্ত অবস্থায় কখনোই বলতো না। তাই রাগের কথায় থাকে একরাশ সত্যের ঝলক।

তবে রাগের কথা সব সময় সঠিক বা ন্যায্য হয় না। রাগের সঙ্গে সঙ্গে যুক্তি হারিয়ে যায়, বিবেচনা নষ্ট হয়। অনেক সময় মানুষ রাগে এমন কথাও বলে ফেলে, যাতে পরে নিজেই অনুতপ্ত হয়। ফলে রাগের মাথায় বলা কথায় যেমন সত্যের আভাস থাকে, তেমনি থাকে অতিরঞ্জন ও আঘাতের ঝুঁকি। তাই বুদ্ধিমানের কাজ হলো রাগের সময় নীরব থাকা বা সাময়িকভাবে নিজেকে দূরে সরিয়ে নেওয়া।

সত্যিকার অর্থে, রাগের কথায় যে সত্য প্রকাশ পায়, তা হলো মনের অব্যক্ত ব্যথা, না বলা অভিযোগ বা লুকানো চাওয়া-পাওয়া। এই কথাগুলোকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করা উচিত, কারণ এগুলো মানুষের ভেতরের বাস্তব অনুভূতির প্রতিফলন। কিন্তু একই সঙ্গে মনে রাখা জরুরি—রাগের ভাষা যেন কারও প্রতি অন্যায় বা অপমানের কারণ না হয়।

শেষ পর্যন্ত বলা যায়, রাগের মাথায় বলা কথা অনেক সময় সত্য হলেও, তা প্রকাশের ধরণই ঠিক করে দেয় সম্পর্ক টিকে থাকবে না ভেঙ্গে যাবে। তাই রাগকে নয়, যুক্তিকে সামনে রেখে সত্য কথা বলাই শ্রেয়। কারণ রাগের আগুনে সত্যও যদি পুড়ে ছাই হয়ে যায়, তাতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়