বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৪

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও সাবেক জি.পি অ্যাডভোকেট আব্দুর রহমান আর নেই

শোক সংবাদ

বিশেষ সংবাদদাতা
শোক সংবাদ
ছবি :মরহুম অ্যাডভোকেট আব্দুর রহমান

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য, বিশিষ্ট আইনজীবী ও সাবেক সরকারি কৌঁসুলি (জি.পি) অ্যাডভোকেট আব্দুর রহমান ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে চাঁদপুর ফেমাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

অ্যাডভোকেট আব্দুর রহমান দীর্ঘদিন ধরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সঙ্গে যুক্ত থেকে আইন পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

তিনি বহরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রুম্পার পিতা, সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা মুক্তার শ্বশুর এবং আমরা আলোকিত নারী’ সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীলা রহমানের (Nilufer Rahman Nila) গর্বিত পিতা।

মরহুমের জানাজা আজ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে চাঁদপুর জজ কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, সহকর্মী আইনজীবীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে

এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

— ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়