শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০১:০১

বাঁশঝাড় থেকে আবারো বিরাট আকৃতির অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
বাঁশঝাড় থেকে আবারো বিরাট আকৃতির অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানুষের পালিত হাঁস-মুরগি খেয়ে বাঁশের ঝাড়ে লুকিয়ে থাকা বিরাট আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ।

শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার জনৈক জসীম উদ্দিনের গরুর খামারের পাশে বাঁশঝাড়ে বিরাট আকৃতির একটি সাপ দেখতে পান স্থানীয়রা। সাপটি দেখে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দ্রুত ওই স্থানে গিয়ে দেখতে পান বাঁশঝাড়ে বিরাট আকৃতির অজগর সাপটি ঝুলছে। পরে তিনি পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়সহ স্থানীয়দের সহায়তায় সাপটিকে নিরাপদে বাঁশঝাড় থেকে নামিয়ে আনেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে এই এলাকার বাসা-বাড়ি থেকে হাঁস-মুরগি খোয়া যাচ্ছিল। অজগর উদ্ধারের পর তারা বুঝতে পারছেন তাদের হাঁস-মুরগি এই অজগরই খেয়ে আসছিল।

সজল দেব জানান, উদ্ধার করা অজগরটি মানুষের পালিত হাঁস ও মুরগি খেয়ে বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছিল। সাপটি লম্বা প্রায় ১২ ফুট এবং এর ওজন অনুমানিক ১৪ কেজি হবে বলে তিনি জানান। পরে অজগর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মর্তার কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়