প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০১:৪১
শ্রীনগরে মুদি দোকানের পাটাতন ভেঙে মালামাল চুরি
দোকান খুলেই হতবাক দোকানি মুরাদ, স্ত্রীর উদ্বেগ—কিস্তির টাকা কীভাবে শোধ হবে?

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালবাড়ি সংলগ্ন এলাকায় মুরাদ নামের এক মুদি দোকানদারের দোকানে চুরির ঘটনা ঘটেছে।
|আরো খবর
৬ আগস্ট ভোররাতে চোরের দল মুদি দোকানের কাঠের পাটাতন ভেঙে ভেতরে ঢুকে প্রায় ৩৫ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, সরিষার তেল, ডিটারজেন্ট পাউডারসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্য।
সকালে দোকানি মুরাদ দোকান খুলে দেখেন, পাটাতনটি ভাঙা এবং দোকানের ভেতর মালামাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দোকানের অবস্থা দেখে তিনি হতবাক হয়ে পড়েন।
দোকানি মুরাদ এ প্রতিনিধিকে জানান, মাত্র ১৫ দিন আগে তিনি ৫০ হাজার টাকার মালামাল কিনে দোকানটি নতুন করে সাজিয়েছিলেন। সেখান থেকে চোরেরা অধিকাংশ মালামাল নিয়ে গেছে।
মুরাদের স্ত্রী সাথী জানান, দোকানে নতুন মাল তোলার জন্য কিস্তিতে ৫০ হাজার টাকা উত্তোলন করেছিলেন। ইতিমধ্যে দুটি কিস্তি পরিশোধ করেছেন। বাকি কিস্তির টাকা কীভাবে পরিশোধ করবেন তা নিয়ে এখন তীব্র দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, এলাকায় রাতের বেলা টহল জোরদার করতে হবে এবং দ্রুত চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
ডিসিকে/এমজেডএইচ