প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৮:২৯
প্রকাশ হলো আরিয়ান শান্ত’র কণ্ঠে নতুন গান ‘ভোরের শিশির’

প্রকাশ হলো চাঁদপুরের ছেলে আরিয়ান শান্তের কণ্ঠে নতুন চমক ‘ভোরের শিশির’ শিরোনামের নতুন গান। গত ৩০ জুন ২০২৫ বিকেল সাড়ে ৫টায় তার নিজস্ব ইউটিউব ‘অৎরুধহ ঝযধহঃড়’ চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে। ভোরের শিশির গানটির কথা লিখেছেন সেলিম ওয়াহিদ, সুর করেছেন শিল্পী নিজেই এবং মিউজিক করেছেন আয়াস খান। গানটিতে অভিনয় করেছেন আরিয়ান শান্ত। ভিডিও ধারণ করেছেন ইমতিয়াজ কায়েস শাওন। সার্বিক সহযোগিতায় ছিলেন নেয়ামত আহমেদ রিমন।
আরিয়ান শান্ত বলেন, আমি কখনো ট্রেন্ডিং-এর পেছনে ছুটি না। যখন কোনো গানের কথা হৃদয় ছুঁয়ে যায়, তখনই আমি কণ্ঠ দেই। এ বক্তব্যই যেন তার সৃষ্টিশীলতা ও মানসিক গভীরতার প্রতিফলন। এর আগেও আরিয়ান শান্ত উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় মৌলিক গান। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে : মেঘনা পাড়ে যাবো নারে, বোঝে না কেউ মনের জ্বালা, আমার পৃথিবীটা, তোমারে ছাড়িয়া দিলাম পালের বাতাসে, তোমার মনটাকে রাঙিয়ে দেবো, যদি তোরে পাইতাম রে, মন দিও না, প্রেমের হাওয়া বয়, কন্যারে তোর মুখের হাসি ইত্যাদি।
তিনি মূলত পরিচিতি পান জনপ্রিয় টেলিভিশন সংগীত প্রতিযোগিতা ‘জঃা ণড়ঁহম ঝঃধৎ’ থেকে। পরবর্তীতে বিজয়ী হন ঞৎ ঝড়হম ঝঃধৎ, চৎধহঁঢ় গঁংরপ ঝঁঃঃষবসহ একাধিক সংগীত প্রতিযোগিতায়।
বর্তমানে ধারাবাহিকভাবে তার আরও কিছু মৌলিক গান মুক্তির অপেক্ষায় রয়েছে, যেগুলোর সংগীত আয়োজন এবং ভিডিও নির্মাণের কাজ চলমান রয়েছে। তার স্বপ্ন, সংগীতের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা।