শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯:৩৯

মাদকবিরোধী দুটি সুন্দর স্লোগান এবং ধারাবাহিক, সমন্বিত ও সম্মিলিত কার্যক্রম

অনলাইন ডেস্ক
মাদকবিরোধী দুটি সুন্দর স্লোগান এবং ধারাবাহিক, সমন্বিত ও সম্মিলিত কার্যক্রম

‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’ এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলার মাদকবিরোধী সচেতন মহলের আয়োজনে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই ২০২৫) উপজেলা পরিষদ সম্মুখে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন। মতলব বাজারের ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন ফরাজীর সভাপতিত্বে ও সাংবাদিক এএম ইদ্রিস খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আইনুন্নাহার কাদরী, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, সাবেক প্যানেল মেয়র ও সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ গিয়াস, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু প্রধান, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান সরকার সহ আরো অনেকে। বক্তারা বলেন, এলাকাকে মাদকমুক্ত করতে যতো ধরনের ব্যবস্থাগ্রহণ করার দরকার আমরা যুব সমাজের পাশে থেকে করে যাবো। বক্তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা যদি সহযোগিতা করেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের এলাকাকে মাদকমুক্ত করতে পারবো। মাদককে দূরে সরিয়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় নিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে এবং যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ করতে হবে। মাদক প্রতিরোধে প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

একইদিনে (বুধবার) ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের জনসাধারণের উদ্যোগে রাজারগাঁও বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসর নামাজের পর বাজারের কেন্দ্রীয় ঈদগাহ থেকে মিছিলটি শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার ব্রিজের উপরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আমরা আগামী প্রজন্মের দিকে তাকিয়ে শত কষ্ট হলেও মাদকের বিরুদ্ধে অবস্থান নেবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, গত সপ্তাহে রাজারগাঁও ইউনিয়নে এক যুবক মাদকের টাকার জন্যে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করে এবং মাদক বিক্রি করাতে বাধা দেয়ায় মাদক বিক্রেতাদের আক্রমণে উমর নামে এক যুবক আহত হয়ে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে।

মতলবে ও রাজারগাঁওয়ে মাদকবিরোধী দুটি সুন্দর শ্লোগান দিয়ে মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজনসহ সাধারণ মানুষের যে অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, সেটা আশাব্যঞ্জক। এমন স্লোগানে কিংবা তারচে’ আরো সুন্দর স্লোগানে মাদকবিরোধী কার্যক্রম মতলব ও রাজারগাঁওয়ের মতো অন্য সকল স্থানে হওয়া জরুরি। কোনো উদ্যোক্তা মাদকবিরোধী কোনো কার্যক্রম একবার করে গণমাধ্যমে তথা সংবাদপত্র, টিভি ও অনলাইনে প্রচারের সুযোগ নিলেই হবে না, সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধের তাগিদ থেকে বারবার করতে হবে। সদিচ্ছার প্রাবল্যে প্রদর্শনেচ্ছাকে ঢেকে দিয়ে মাদকবিরোধী কার্যক্রমকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এমনটি না হলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী তাদের অপতৎপরতা চালাতে থাকবে, পুলিশ, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদেরকে পাকড়াও করতে থাকবে, আদালতে জামিন হতে থাকবে, এর বিপরীতে বস্তুত কোনো এলাকা বা সমাজ মাদকমুক্ত হবে না। আমরা মনে করি, মাদকবিরোধী উদ্যোগগুলো সমন্বিত ও সম্মিলিত হতে হবে। এর অন্যথা হলে কারো মাদকবিরোধী কার্যক্রম ফলপ্রসূ হবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়