শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১১:২১

খাদ্য নিরাপত্তা বাড়াতে গ্রিস-বাংলাদেশ বৈঠক

মতিউর রহমান মুন্না, গ্রিস থেকে
খাদ্য নিরাপত্তা বাড়াতে গ্রিস-বাংলাদেশ বৈঠক

গ্রিসের কৃষি উন্নয়ন ও খাদ্যবিষয়ক উপমন্ত্রী দিয়োনিসিস স্তামেনিতিসের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার বৈঠক হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে উপমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশ কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করে।

আলোচনায় মূলত খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি ও কৃষি ব্যবস্থার প্রযুক্তিগত আধুনিকায়নকে কেন্দ্র করে বাণিজ্যিক ও কারিগরি সম্পর্ক শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

দুই দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ কার্যক্রম, প্রযুক্তি ও জ্ঞানের আদান-প্রদান এবং কৃষি সংশ্লিষ্ট আন্তর্জাতিক মেলা ও ফোরামে একসঙ্গে অংশগ্রহণের বিষয়েও প্রস্তাব উপস্থাপিত হয়। এ ছাড়াও মানবসম্পদ খাতে সহযোগিতার সম্ভাবনা আলোচনায় উঠে আসে।

বৈঠকে দুই দেশের মধ্যে কৃষি ও খাদ্য খাতে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তোলার জন্যে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি, এই লক্ষ্য অর্জনে ভবিষ্যতে গঠনমূলক পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও উভয় পক্ষ একমত পোষণ করে।

ছবি-২২

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ময়নুল ইসলামের পরিচয়পত্র পেশ

মাহবুব আলম লাভলু ॥ পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম এনডিসি, বিপিএম বুধবার (২ জুলাই ২০২৫) পোল্যান্ডের রাষ্ট্রপতি মহামান্য আন্দ্রেজ দুদা-এর কাছে পরিচয় পত্র (খবঃঃবৎং ড়ভ ঈৎবফবহপব) পেশ করেন। এ উপলক্ষে পোল্যান্ডের সেনাবাহিনী রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করেন।

পোল্যান্ডের রাষ্ট্রপতি মহামান্য আন্দ্রেজ দুদা আন্তরিকভাবে রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তাঁর দায়িত্ব পালনে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা প্রশংসা করেন।

রাষ্ট্রদূত মইনুল ইসলাম বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পোল্যান্ডের রাষ্ট্রপতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, জনশক্তি, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময়সহ বহুমাত্রিক সহযোগিতা আরো জোরদার করার প্রতি তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি ঢাকায় পোল্যান্ডের দূতাবাস চালু করার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত পোল্যান্ডের ইতিহাস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ঞড়সন ড়ভ ঃযব ঝড়ষফরবৎ’ -এ পুষ্পস্তবক অর্পণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়