প্রকাশ : ২১ মে ২০২৫, ০৯:৩১
নজরুলজয়ন্তীর প্রস্তুতি নিচ্ছে চাঁদপুর নজরুল পরিষদ
সংগীত নিকেতনের অনুষ্ঠান ২৪ মে

আসন্ন নজরুল জয়ন্তী উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে চাঁদপুরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘চাঁদপুর নজরুল পরিষদ’। এ উপলক্ষে ১৯ মে ২০২৫ (সোমবার) সন্ধ্যায় চাঁদপুর শহরের প্রেসক্লাব সড়কে কণ্ঠশিল্পী রূপালী চম্পকের বাসভবনে সংগঠনের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, নজরুলজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা হিসেবে আলোচনা সভা, শিশু-কিশোরদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান আয়োজন করা হবে।
তবে নির্দিষ্ট স্থানে অনুষ্ঠান আয়োজনের স্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংগঠনের অন্যতম কর্ণধার রূপালী চম্পক জানান, “আমরা প্রতিবছর নজরুলজয়ন্তী উদযাপন করি। এবারও প্রস্তুতি নিচ্ছি, এখনো আমরা নিশ্চিত নই অনুষ্ঠান কোথায় করতে পারবো।”
তিনি আরও বলেন, “নজরুল আমাদের জাতীয় চেতনার কবি। তাঁকে ঘিরে অনুষ্ঠান করা শুধু দায়িত্ব নয়, দায়িত্ববোধও। আমরা চাই এই আয়োজন সুন্দরভাবে হোক।”
চাঁদপুর নজরুল পরিষদ বিকল্প ভেন্যু খোঁজার চেষ্টায় চাঁদপুর রোটারী ভবনে অনুষ্ঠানটি করার সম্ভাব্য স্থান হিসেবে চিন্তা ভাবনা করছে বলে জানা গেছে।
এদিকে চাঁদপুরের পুরানো সাংস্কৃতিক প্রতিষ্ঠান সংগীত নিকেতন নজরুলজয়ন্তী উদযাপন করবে শনিবার (২৪ মে ২০২৫)। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত তাঁর ফেসবুক পোস্টে জানান তাঁদের নিম্নরূপ কর্মসূচি---
সংগীত নিকেতন আয়োজিত ১২৬ তম নজরুল জয়ন্তী উদ্যাপন।
তারিখ : ২৪ মে শনিবার বিকেল ৫ : ৩০। প্রধান অতিথি : মোহাম্মদ মোহসীন উদ্দীন, জেলা প্রশাসক, চাঁদপুর। স্থান : চন্দ্রকান্ত সাহা মিলনায়তন, কোড়ালিয়া রোড, চাঁদপুর।