সোমবার, ১২ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১২ মে ২০২৫, ০৯:৩১

নীলাদ্রির জন্যে শুভ কামনা

অনলাইন ডেস্ক
নীলাদ্রির জন্যে শুভ কামনা

চাঁদপুর শহরের পুরাণবাজারে অবস্থিত ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সৌমিত্র সাহা নীলাদ্রি কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের পুরস্কার পেয়েছে। শনিবার (১০ মে ২০২৫) জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

উল্লেখ্য, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৌমিত্র সাহা নীলাদ্রি কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম হয়ে এই পুরস্কার লাভ করে। তার এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ ও তার মা-বাবার অসামান্য অবদান রয়েছে। সৌমিত্র সাহা নীলাদ্রি ২০২৪ সালেও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় গল্প বলা ইভেন্টে চট্টগ্রাম বিভাগে প্রথম হয়েছে। তার শিক্ষকগণ আশাবাদী, সে এ বছরও এই ইভেন্টে জাতীয় পর্যায়ে সাফল্য বয়ে আনবে। তাঁরা সৌমিত্রের জন্যে দোয়া চেয়েছেন।

সৌমিত্র সাহা নীলাদ্রির জন্যে অবশ্যই প্রতিটি চাঁদপুরবাসীর দোয়া/আশীর্বাদ করা দরকার। সে বারবার বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়ে তার বিদ্যালয় পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মর্যাদার সাথে তুলে ধরছে না, চাঁদপুর জেলার মুখও উজ্জ্বল করে চলছে। কিছুটা শারীরিক প্রতিবন্ধিত্ব সত্ত্বেও পরিবার ও বিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল আনুকূল্য পেয়ে নীলাদ্রি তার মেধা, নিরলস প্রয়াস ও দৃঢ় মনোবলে কেবলই সামনের দিকে এগিয়ে চলছে। তার এই এগিয়ে যাওয়াকে চাঁদপুর সদর ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগসহ সদর উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য পৃষ্ঠপোষকতা দেয়া প্রয়োজন বলে আমরা মনে করি।

নীলাদ্রিকে দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবার খুবই ভালো করে জানে ও চেনে। কারণ, ২০২৪ সালে জেলাব্যাপী অনুষ্ঠিত পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার যুগপূর্তি পর্বে তার বিদ্যালয়ের বিতর্ক দলটি সেমি-ফাইনাল পর্যন্ত লড়েছে তার বিশেষ কৃতিত্বের বদৌলতে। যার ফলে ফাইনালের দিন সংস্কৃতি সচিবের উপস্থিতিতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলার সেরা খুদে বিতার্কিক হিসেবে সে পুরস্কৃত হয়েছে। নীলাদ্রির জন্যে চাঁদপুর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে অশেষ শুভ কামনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়