শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১৮:২৭

রোববার চাঁদপুর অযাচক আশ্রমে স্বরূপানন্দ পরমহংসদেব ও মানস কন্যা সংহিতা দেবীর মহাসমাধি দিবস

রোববার চাঁদপুর অযাচক আশ্রমে স্বরূপানন্দ পরমহংসদেব ও মানস কন্যা সংহিতা দেবীর মহাসমাধি দিবস
অনলাইন ডেস্ক

রোববার (২৭ এপ্রিল ২০২৫ ) সুমহান চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, অভিক্ষা মন্ত্রের উদ্গাতা, স্বাবলম্বন ও ব্রহ্মচর্য্যের প্রমূর্ত বিগ্রহ পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও তাঁর সুযোগ্যা মানস কন্যা পরম পূজনীয়া শ্রীশ্রী

মামনি সংহিতা দেবীর পুণ্য মহাসমাধি দিবস।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এই দিন (রোববার) চাঁদপুর শহরের পুরাণ আদালত পাড়াস্থ পরমারাধ্য স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে ভোর সাড়ে ৫ টায় ঊষা কীর্ত্তন, সকাল ৮ টায় মঙ্গল শঙ্খধ্বনি, শ্রীশ্রী অখণ্ড সংহিতা পাঠ, সকাল সাড়ে ৮ টায় সমবেত উপাসনা শেষে ব্রহ্মগায়েত্রী গীত, নীরব মহানাম জপ যজ্ঞ, সকাল পৌনে ১১ টায় হরি ওঁ মহানাম সংকীর্ত্তন, দুপুর সাড়ে ১২ টায় বিদগ্ধ আলোচকদের অংশ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে স্মৃতিচারণ সভা। দুপুর ২ টায় শান্তি বাচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ও মহাপ্রসাদ বিতরণ।

পুণ্য মহাসমাধি স্মৃতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সমূহে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের আন্তরিক সহযোগিতা ও সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন পু্ণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট এবং বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সেবক সেবিকা বৃন্দ।

বিশ্বনন্দিত মহান সাধক, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব চাঁদপুরের পুরাণ আদালত পাড়ার পুণ্য ভূমিতে শত বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তাঁরই জন্মস্থান চাঁদপুর আজ বিশ্ব মাঝে ব্যাপক পরিচিতি বহন করে আসছে এই মহান সাধকের কল্যাণে। প্রতি দিনই দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত, অনুরাগী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ পুণ্য জন্মস্থান দর্শনে অযাচক আশ্রমে পদার্পণ করেন মনের ভক্তি আর শ্রদ্ধা নিয়ে। তারা নিজেদের ও পারিবারিক কল্যাণ আর বিশ্ব শান্তি লাভে প্রার্থনা করেন নীরবে নিস্তব্ধে। অগণিত ভক্তের প্রার্থনার সুবিধার্থে আর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থানের স্মৃতি রক্ষার্থে পরমারাধ্য গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরই ভক্ত অনুরাগীগণ, তাঁরই পুণ্য জন্মস্থানে গড়ে তুলছেন বিশ্বমানের ধ্যান মন্দির, যা বর্তমানে দৃশ্যমান রয়েছে।

চাঁদপুর অযাচক আশ্রমের রূপকার প্রয়াত কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নির্মাণাধীন ধ্যান মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হলে, আগত ভক্তদের কাছে তা মহামিলনস্থলে পরিণত হবে বলে সকলের বিশ্বাস। বিশ্বমানের ধ্যান মন্দির নির্মাণ কাজ সম্পন্নে সকলের আন্তরিক সাহায্য, সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের নেতৃবৃন্দ। জগৎখ্যাত বিশ্ব নন্দিত মহাসাধক স্বামী স্বরূপানন্দ মানব কল্যাণে প্রচার করেছেন অনেক মহামূল্যবান বাণী। তিনি মানুষের মাঝে ঘুমিয়ে থাকা বিবেককে জাগ্রত করতে নীরবে নিভৃতে কাজ করেছেন। মানুষকে কারো মুখাপেক্ষী না হয়ে কর্মে লিপ্ত হতে অনুপ্রেরণা যুগিয়েছেন সাহসিকতার সাথে। সুন্দর সমাজ বিনির্মাণে চরিত্র গঠন আন্দোলনকে প্রাধান্য দিয়েছেন সর্বাগ্রে। প্রেরণা যুগিয়েছেন সৎ চরিত্রবান মানুষ হওয়ার জন্যে। তিনি মানুষের সান্নিধ্যে প্রচার করেছেন 'আমি জানিতে চাহি না তুমি হিন্দু, না মুসলিম, তুমি খ্রিস্টান না বৌদ্ধ। আমি জানিতে চাহি তুমি কতটুকু মানুষ হতে পেরেছ'। তিনি জাত পাতকে যতটা না প্রাধান্য দিয়েছেন, তার চেয়ে অধিক প্রাধান্য দিয়েছেন মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্যে। তিনি ঘৃণা করেছেন ভিক্ষাবৃত্তিকে, গুরুত্ব আরোপ করেছেন চরিত্র গঠনে। তিনিই চাঁদপুরের ঘোড়ামারা মাঠে সর্বপ্রথম চরিত্র গঠন আন্দোলনের শুভ সূচনা করেন। আজ তাঁর লেখা বই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য পুস্তক হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই মহান সাধকের পুণ্য জন্মস্থানে গড়ে ওঠা চাঁদপুর অযাচক আশ্রমে সকলের সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সেবক সেবিকাবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়