প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১৫:১৭
কমিউনিটি পুলিশিং টহল সদস্যের ওপর হামলা উদ্বেগজনক

কমিউনিটি পুলিশিং চঁাদপুর অঞ্চল-৫-এর আওতাধীন উত্তর কোড়ালিয়া রোড মহল্লায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন কমিউনিটি পুলিশিং টহল সদস্য শাহজাহান ছৈয়াল। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) দিবাগত রাত দুইটায় কোড়ালিয়া রোড ছৈয়াল বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। চঁাদপুর মডেল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, টহল সদস্য মো. শাহজাহান ছৈয়াল প্রতিদিনের ন্যায় রাতে নৈশকালীন টহল কার্যক্রম শুরু করেন। রাত দুইটার সময় ছৈয়াল বাড়ি এলাকায় কয়েকজন কিশোর গ্যাং ও মাদকসেবী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে। তারা হচ্ছে : শাহাদাত হাওলাদার (২২), পিতা-সেলিম হাওলাদার, রাহুল জহুরা (২১), পিতা : আব্দুল আউয়াল জহুরা, জয় ফরাজী (২২), পিতা : আব্দুল মালেক ফরাজী, সর্বসাং কোড়ালিয়া। টহল সদস্য শাহজাহান ‘এতো রাতে তারা এখানে কী করছে’ জিজ্ঞাসা করলেই তারা অসংলগ্ন কথাবার্তা বলে তার ওপর অতর্কিতভাবে লাঠি দিয়ে এবং কিল ঘুষি মেরে হামলা শুরু করে। পরে কোনোরকমে আত্মরক্ষার্থে সেখান থেকে ছুটে চঁাদপুর মডেল থানায় ফোন করে পুলিশের সহায়তায় চঁাদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন শাহজাহান। এ বিষয়ে চঁাদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
চঁাদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, আমি ঘটনাটি শুনেছি। কমিউনিটি পুলিশের গায়ে হাত দেয়া গুরুতর অপরাধ। কারণ, তারা আমাদেরই সহযোগী। চঁাদপুরে কিশোর গ্যাং নির্মূলে পুলিশ অঙ্গীকারাবদ্ধ। তাই আমরা এদের নির্মূলে যথাযথ ব্যবস্থা নেবো। আমরা উপরোল্লিখিত বক্তব্যের জন্যে চঁাদপুর মডেল থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানাই। কেননা তিনি বাস্তবতা ও সত্য উপলব্ধি করেই এমন কথাটি বলেছেন।
১৯৯৯ সালের ২৫ আগস্ট কমিউনিটি পুলিশিং চঁাদপুর অঞ্চল-১ নামে চঁাদপুর জেলা সদরে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশাব্যঞ্জক সাফল্য দেখে প্রায় এক বছরের মধ্যে আরো চারটি অঞ্চল অর্থাৎ অঞ্চল-৫ পর্যন্ত গঠিত হয়। কমিউনিটি পুলিশিং চঁাদপুর অঞ্চল-৫ -এর বিস্তৃতি ছিলো পশ্চিমে বড় স্টেশন মোলহেড থেকে পূর্বে এসবি খাল পর্যন্ত, পরবর্তীতে সেটি চঁাদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে সীমাবদ্ধ হয়। এই বিশাল এলাকায় কাজ করতে গিয়ে নৈশকালীন টহল সদস্যদেরকে প্রথমাবস্থায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ছিঁচকে চোরদের বাধার সম্মুখীন হতে হয়েছে। সেই বাধা মোকাবেলা করেই প্রায় ২৫ বছর ধরে অঞ্চল-৫-এর টহল কার্যক্রম ধারাবাহিকভাবে চলে আসছে। এক্ষেত্রে থানা পুলিশ ও সচেতন মানুষ, বিশেষ করে সুধী-সজ্জনের আন্তরিক সহযোগিতা ছিলো ও আছে। সাম্প্রতিক বছরগুলোতে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরদের চেয়ে কিশোর গ্যাংয়ের উপদ্রব বাড়লেও এরা টহল সদস্যদের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখা যায় নি। অবশেষে তারা মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) দিবাগত রাতে কমিউনিটি পুলিশিং চঁাদপুর অঞ্চল-৫-এর আওতাধীন উত্তর কোড়ালিয়া মহল্লায় কর্মরত টহল সদস্যের গায়ে হাত তুলেছে, যেটা উদ্বেগজনক। এ ব্যাপারে থানা পুলিশ ত্বরিত ব্যবস্থাগ্রহণ আবশ্যক। অন্যথায় টহল সদস্যদের মনোবল ভেঙ্গে যেতে পারে এবং রাতে শহরবাসীর নিশ্চিন্তে ঘুমাবার নিশ্চয়তা বিঘ্নিত হতে পারে।