রবিবার, ২৩ মার্চ, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১২:৪২

শাহতলীর পীর সাহেবের ইন্তেকালে শোক

অনলাইন ডেস্ক
শাহতলীর পীর সাহেবের ইন্তেকালে শোক

  চঁাদপুর সদর উপজেলার শাহতলীর পীর সাহেব, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আবুল বাশার বুধবার (১৯ মার্চ ২০২৫) বিকেল সোয়া ৫টায় ডায়াবেটিস রোগসহ বার্ধক্যজনিত কারণে ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তঁার বয়স হয়েছিলো ১০৩ বছর। তিনি ৬ ছেলে ও ৫ মেয়ে, বহু আত্মীয়স্বজন, বহু ভক্ত ও গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) বাদ জোহর চঁাদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দি নতুন বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তঁাকে দাফন করা হয়।

           শাহতলীর পীর সাহেবের ইন্তেকালে জেলা ইসলামী আন্দোলন এক শোক বার্তায় লিখেছে, চরমোনাইর মরহুম পীর সৈয়দ ইসহাক রহ.-এর সর্বশেষ খলিফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক নায়েবে আমীর বর্ষীয়ান আলেমে দ্বীন মাওলানা আবুল বাশার (পীর সাহেব শাহতলী)-এর ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চঁাদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী।

        শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম পীর সাহেব শাহতলী দ্বীনের এক অগ্রসেনানী ছিলেন। একাধারে তিনি তাসাউফ লাইনে বড়ো মাপের একজন পীর ছিলেন। আবার তিনি রাজনীতির মাঠে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের ইন্তেকালে জাতি দীনের একজন রাহবার ও একজন দেশপ্রেমিককে হারালো, যা কোনোদিন পূরণ হবার নয়।

           শাহতলীর পীর সাহেব বলে খ্যাত মাওলানা আবুল বাশার একশ’ বছরেরও বেশি সময় হায়াত পেয়ে দ্বীনের যে খেদমত করে গেছেন, সেটা অসামান্য। তিনি হজ্ব ও ওমরার কাফেলা নিয়ে কতোবার যে সৌদি আরব গিয়েছেন, তার হিসেব নেই। সে সুবাদে তিনি বহু মানুষকে হজ্ব ও ওমরায় উদ্বুদ্ধ করেছেন এবং হজ্ব ও ওমরা বিশুদ্ধভাবে পালনে সহায়তা করেছেন। তিনি বার্ধক্যজনিত সমস্যায় আক্রান্ত হবার আগ পর্যন্ত নিজ এলাকায় ও দেশের বিভিন্ন স্থানে দ্বীনী কার্যক্রমে ব্যস্ত সময় পার করতেন। আল্লাহ তঁার নেক আমলগুলো নিশ্চয়ই পছন্দ করেছেন এবং পবিত্র রমজানে তঁার মৃত্যু দিয়ে তঁাকে সৌভাগ্যবান করেছেন। আমরা শাহতলীর পীর মাওলানা আবুল বাশার সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়