মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১১:৪৫

একজন পিতার উপদেশ পুত্রের প্রতি

অনলাইন ডেস্ক
একজন পিতার উপদেশ পুত্রের প্রতি

বাবা,

আজ তুমি যে সম্মানিত জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার গ্রহণ করলে, তা গ্রহণের আগে কি একবার ভেবে দেখেছ, এর ওজন কতোখানি?

যদি তুমি ভেবে থাক, “এটা তো একটা ক্রেস্ট মাত্র! সব অনুষ্ঠানেই তো এমন দেওয়া হয়, তেমনি আমাকেও দেওয়া হয়েছে”— তাহলে তোমার ভাবনা ভুল। এই ভুল ভাবনার কারণেই আমাদের সমাজে আদর্শিক ও নৈতিক শিক্ষার অভাবে মানবিক মানুষ গড়ে উঠছে না।

আজকের সমাজে পারিবারিক নৈতিক শিক্ষার অভাব প্রকট। আমরা পিতারা অধিকাংশ ক্ষেত্রেই আদর্শচ্যুত, অনৈতিক উপার্জনে লিপ্ত, ক্ষমতা প্রদর্শনে ব্যস্ত, সাম্প্রদায়িক চেতনায় আচ্ছন্ন এবং পরমতসহিষ্ণু হতে পারছি না। দেশপ্রেমের অনুভূতি হারিয়ে ফেলেছি। এমন এক অস্থির সমাজের একজন পিতা হিসেবে আমি কীভাবে আশা করবো যে, তুমি একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠবে? কেননা, এই নষ্ট সমাজ তৈরির দায় তোমার মতো আমিও বহন করি।

সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া অন্যায়, অত্যাচার ও বৈষম্য দেখে আমি কখনো প্রতিবাদ করিনি। যখন তোমার মতো কিশোররা রাস্তায় ইভটিজিং করতো, আমি তা থামানোর চেষ্টা করিনি। বরং, রাজনৈতিক ছত্রছায়ায় তোমাকে ব্যবহার করে মহল্লাভিত্তিক কিশোর গ্যাং তৈরি করেছি। তোমাকে নেশার সামগ্রী তুলে দিয়ে সহজেই সেই জগতে প্রবেশের সুযোগ করে দিয়েছি। আজ এই নষ্ট সমাজে তুমি একজন ‘লিডার’ হয়েছ, আর আমি গর্বিত! কারণ, তোমাকে দেখে এলাকার সাধারণ মানুষ ভয় পায়, আর তোমার জন্মদাতা পিতাকে গালমন্দ করে।

কিন্তু বাবা, যদি তুমি বুঝতে পারো যে, এই ক্রেস্টের ভার বহন করার ক্ষমতা তোমার নেই, তবেই তুমি একজন মানবিক মানুষ হয়ে উঠতে পারবে। তুমি যদি সত্যিই আদর্শ ও নৈতিকতার আলোয় নিজেকে আলোকিত করতে পারো, তবে তোমার সহপাঠীদের ও সমাজকেও আলোকিত করতে পারবে।

আশা করি, তুমি তোমার সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য গভীরভাবে পর্যালোচনা করবে— কীভাবে মানবিক মানুষ হওয়া যায়? যদি পারো, তোমার পিতার শিক্ষা ও সংগঠনের আদর্শকে একসূত্রে গাঁথতে এবং তা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে, তবে নিশ্চিতভাবে তুমি একজন আদর্শবান মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।

বাবা, এই সমাজে মানুষের অভাব নেই, কিন্তু সত্যিকারের মানুষের বড়ো অভাব। তুমি কি এমন কিছু সত্যিকারের মানুষের উদাহরণ দেখাতে পারবে? আলোকিত মানুষ হও, নিজের দ্যুতি ছড়িয়ে দাও— যাতে তোমার মতো সব কিশোর সেই আলোয় স্নাত হয়ে এই নষ্ট সমাজটাকে বদলে দিতে পারে।

একজন পিতা হিসেবে এটাই আমার উপদেশ ও প্রত্যাশা।

-- রিপন কুমার সাহাএকজন পিতার উপদেশ পুত্রের প্রতি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়