মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২০:১০

ধর্ষণসহ চলমান সহিংসতার বিরুদ্ধে ফরিদগঞ্জে মানববন্ধন

প্রবীর চক্রবর্তী ।।
ধর্ষণসহ চলমান সহিংসতার বিরুদ্ধে ফরিদগঞ্জে মানববন্ধন

ধর্ষণসহ নারী ও শিশুদের নিপীড়ন-নির্যাতনসহ চলমান সহিংসতার বিরুদ্ধে আমজনতাকে রুখে দাঁড়ানাের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে চাঁদপুর সেচ প্রকল্প অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটি। সোমবার (১০ মার্চ ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল তাঁর বক্তব্যে বলেন, আমরা শুধু কৃষকদের দুঃখের কথা বলার জন্যে এই কমিটি করিনি। দেশব্যাপী চলমান নারীদের প্রতি নিপীড়ন- নির্যাতন প্রতিরোধে রাস্তায় দাঁড়িয়েছি। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা সকলে ভেবেছিলাম দেশে একটি পরিবর্তন আসবে। মানুষ যে প্রত্যাশা নিয়ে গণঅভ্যুত্থানের পক্ষে নিজের জীবনের বিনিময়ে হলেও মাঠে নেমেছিল, তা আজ সুদূর পরাহত। যেভাবে সমাজে দুর্বৃত্তায়ন বেড়েছে তাতে আমরা সামনের দিনগুলোতে অনিশ্চিত ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এর থেকে পরিত্রাণ পেতে হলে সরকার যেমন কঠোর ভূমিকা নিতে হবে, তেমনি আম জনতাকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মানববন্ধনে আহ্বায়ক কমিটির সদস্য রহিমা আক্তার কলি, মমতাজ সরকার, মোবারক উল্ল্যা, নেছার আহামেদ, আলী আহামেদ, শামছুল আলম, কালু বেপারী, জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়