প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১১:৪৭
মাসব্যাপী রোজাদার পথচারীদের জন্যে ইফতার!

পবিত্র মাহে রমজান উপলক্ষে লায়ন্স ও লিও ক্লাব অব চঁাদপুর, ডিস্ট্রিক্ট-৩১৫ বি-৩, বাংলাদেশ-এর উদ্যোগে মাসব্যাপী রোজাদার পথচারীদের জন্যে বিনামূল্যে ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। ‘রহমতের ইফতার’ নামক এই মহতি কর্মসূচির মূল লক্ষ্য হলো রোজাদারদের জন্যে ভালোবাসার উপহার প্রদান করা এবং সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়া।
রমজান মাসজুড়ে চঁাদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন ইফতার বিতরণ করা হবে, যাতে পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষেরা উপকৃত হতে পারেন। লায়ন্স ও লিও ক্লাব অব চঁাদপুর বিশ্বাস করে, এই উদ্যোগ শুধু ইফতার বিতরণেই নয়, বরং এটি মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের এক সুন্দর প্রকাশ। উল্লেখ্য, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন ওয়ায়েছ মোহাম্মদ জয়ের তত্ত্বাবধানে এবং লিও ক্লাব প্রেসিডেন্ট লিও জান্নাতুল নাইমা জুহানি ও প্রোগ্রাম চেয়ারম্যান সাইফুল ইসলাম লিখনসহ ক্লাবের সকল লিওর সার্বিক সহযোগিতায় এই ইফতার প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। ক্লাবের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রতিদিন ইফতার বিতরণ করছেন এবং রোজাদারদের সেবায় নিয়োজিত থাকছেন।
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের চঁাদপুর শাখা এবার পুরো মাসব্যাপী পথচারী রোজাদারদের জন্যে যে ইফতারের উদ্যোগ নিয়েছে, সেটা এই বছরের জন্যে চঁাদপুরে বিশেষভাবে চোখে পড়ার মতোই। কেননা গত বছর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের কেউ কেউ এমন কাজটি বিক্ষিপ্তভাবে করে গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছিলো ভোটের প্রত্যাশায়। লায়ন্স ও লিও ক্লাব নিশ্চয়ই তেমন প্রত্যাশায় কাজটি করছে না। তারা এই সেবাটুকু স্বার্থের ঊর্ধ্বে থেকেই করছে, তাও আবার পুরো রমজান মাসব্যাপী। এটা নিঃসন্দেহে অনেক বড়ো বদান্যতা। আমরা এমন ব্যয়বহুল ও কষ্টকর উদ্যোগের জন্যে উদ্যোক্তাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি।