সোমবার, ০৩ মার্চ, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১০:৩৩

অশীতিপর ব্যবসায়ী আমির হোসেন খানের মৃত্যুতে শোক

অনলাইন ডেস্ক
অশীতিপর ব্যবসায়ী আমির হোসেন খানের মৃত্যুতে শোক

চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আমির হোসেন খান সিএনজি ও অয়েল পাম্পের মালিক এবং চাঁদপুর ক্লাবের আজীবন সদস্য মো. আমির হোসেন খান আর বেঁচে নেই। তিনি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) রাত পৌনে নয়টায় ঢাকা সেনানিবাসে সিরাজ খালেদা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মরহুমের জানাজার নামাজ শনিবার (১ মার্চ ২০২৫) বাদ জোহর চাঁদপুর বাস স্ট্যান্ড কবরস্থান জামে মসজিদ (গোর এ গরিবা জামে মসজিদ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে চাঁদপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। চাঁদপুরের পরিচিত মুখ আমির হোসেন খানের মৃত্যুতে ব্যবসায়ীসহ সকল মহলে শোকের ছায়া নেমে আসে।

চাঁদপুরে যানবাহনের জ্বালানির প্রথম ব্যবসায়ী মো. আমির হোসেন খান। প্রথমে তিনি পেট্রোল, ডিজেল দিয়ে ব্যবসা শুরু করলেও পরবর্তীতে অকটেন, কনভার্টেড ন্যাচারাল গ্যাস (সিএনজি), এলপিজি (লিকুইড পেট্রোলিয়াম গ্যাস) অর্থাৎ যানবাহনের সব ধরনের জ্বালানি ব্যবসার সাথে সংশ্লিষ্ট হন। পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন ও নূতন বাস টার্মিনালের প্রবেশ মুখে আমির হোসেন খানের পাম্পটি অবস্থিত হওয়ায় যানবাহনগুলোর জ্বালানি সংগ্রহ সহজ হয়েছে। উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, আমির হোসেন খানই ছিলেন চাঁদপুরের অয়েল বা ফুয়েল পাম্পের প্রথম মালিক, যিনি পাম্প সংলগ্ন স্থানে নিজের বাসভবন গড়ে সার্বক্ষণিক পাম্পের কার্যক্রম তদারকি করতেন। যার ফলে সুদীর্ঘ সময় ধরে তাঁর ব্যবসার মান ক্ষুণ্ন হয়নি। ব্যবসার পাশাপাশি তিনি সমাজসেবায় সম্ভাব্য সহযোগিতা করেছেন, সন্তানদের সুশিক্ষিত করেছেন। তিনি ছিলেন প্রচারবিমুখ। তারপরও অরাজনৈতিক ব্যক্তি হিসেবে চাঁদপুর শহরে তাঁর ব্যাপক পরিচিতি, প্রচ্ছন্ন প্রভাব ও সুনাম ছিলো। অশীতিপর বৃদ্ধ হবার আগেই তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হন। তারপরও ব্যবসার হাল ছাড়েন নি। তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগে অবশেষে নীরবে নিভৃতে চিরবিদায় নিলেন। এক্ষেত্রেও বড়ো ধরনের আনুষ্ঠানিকতা ছিলো না। আমরা বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন খানের মৃত্যুতে চাঁদপুর জেলাবাসীর পক্ষে গভীর শোক প্রকাশ করছি, তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ করা দরকার, চাঁদপুর জেলায় বর্তমানে বহু অয়েল বা ফুয়েল পাম্প রয়েছে, যেগুলোর অধিকাংশই মালিক নিজের নামে না করে পরিবারের সদস্যদের নামে বা অন্য নামে করেছেন। কিন্তু চাঁদপুরের প্রথম অয়েল/ফুয়েল পাম্পের মালিক আমির হোসেন খান নিজ নামে পাম্প করায় তাঁর নামটি পথিকৃৎ হিসেবে থেকে যাবে ইতিহাসের পাতায়। আমরা তাঁর উত্তরসূরিদেরকে তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে যথাযথভাবে স্মরণের জন্যে অনুরোধ জানাচ্ছি। তাঁর নামে কেউ ফায়দা লুটুক সেটা নিশ্চয়ই কেউ চায় না, তবে তাঁর নামটি স্মরণীয় হয়ে থাকুক-সেটা সবাই চায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়