রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৯

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে গণজাগরণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে উত্তাল পদযাত্রা

মো. জাকির হোসেন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে উত্তাল পদযাত্রা
ছবি : সংগৃহীত
(২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে একটি গণপদযাত্রা শুরু হয়। সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে শিক্ষার্থী ও তরুণরা এই পদযাত্রার আয়োজন করেন। তবে বেলা তিনটার দিকে শিক্ষা ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের আটকে দেয়, ফলে সচিবালয়ের দিকে এগোতে পারেননি তারা। পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা রাস্তায় বসে স্লোগান দেন এবং 'যে সিস্টেম ধর্ষক পালে, সেই সিস্টেম গুঁড়িয়ে দাও' ও 'আমার বোন ধর্ষিত কেন, জাহাঙ্গীর জবাব চাই' ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আন্দোলনকারীরা অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার, সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবি জানান। শহীদ মিনারে সমবেত হয়ে তারা বিভিন্ন পোস্টার-প্ল্যাকার্ড তৈরি করেন, যেখানে 'পাহাড় থেকে সমতল, সকল ধর্ষণের বিচার চাই' ও 'তনু ধর্ষণ ও হত্যার বিচার কই' ইত্যাদি স্লোগান লেখা হয়।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর দক্ষিণখানে একটি স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ ও হত্যার পর হাতিরঝিলে লাশ ফেলে দেওয়ার ঘটনা ঘটে, যা সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়া, গুলশানে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ৮ জনকে দায়মুক্তি দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যা নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে ঢাকায় ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগে প্রায় ৫০০টি মামলা হয়েছে, যা পরিস্থিতির গুরুতর অবনতি নির্দেশ করে। বিশ্লেষকরা মনে করেন, বিচারহীনতার সংস্কৃতি ও আইনের দুর্বল প্রয়োগের ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা এ ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ।

সোমবারের গণপদযাত্রা ও প্রতিবাদ কর্মসূচি থেকে স্পষ্ট যে, সাধারণ মানুষ বিশেষ করে তরুণ সমাজ ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং তারা দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়